Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aindrila Sharma Health Update: এক নয়, অল্প সময় একাধিকবার হৃদরোগে আক্রান্ত ঐন্দ্রিলা, বাড়ল সঙ্কট

Health Update: হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী- 'এপিসোড অব হার্ট অ্যাটাক' হয় তাঁর, বিশেষজ্ঞের ব্যাখ্যা অনুযায়ী অল্প সময়ের মধ্যে একাধিবার হৃদরোগে আক্রান্ত হন রোগী।

Aindrila Sharma Health Update: এক নয়, অল্প সময় একাধিকবার হৃদরোগে আক্রান্ত ঐন্দ্রিলা, বাড়ল সঙ্কট
Follow Us:
| Edited By: | Updated on: Nov 16, 2022 | 1:16 PM

গত তিন দিন ধরে শারীরিক অবস্থা নিয়ে টালমাটাল পরিস্থিতি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma)। গায়ে জ্বর, সঙ্কট কাটছিল না কিছুতেই, সকলে মিলে একযোগে যখন প্রার্থনায় সামিল, তখনই মিলল আরও এক খারাপ খবর। আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। সোমবারই ঐন্দ্রিলার স্বাস্থ্য নিয়ে বেড়েছিল ভক্তমনে উদ্বেগ। সব্যসাচী চৌধুরীর পোস্ট পাওয়া মাত্রই সকলের মনে উঠেছিল প্রশ্ন- কেমন আছে ঐন্দ্রিলা। হাসপাতালসূত্রে মিলেছিল খবর, শরীরে সংক্রমণের মাত্রা না কমার কারণে বাড়ছে চিন্তা। পাশাপাশি গায়ে জ্বর কিছুতেই কমছে না। মস্তিষ্কে অস্ত্রপচারের পর রক্তজমাট বাঁধার খবরও আসে সামনে।

এরই মাঝে বুধবার সকালে মিলল আরও এক খারাপ খবর। একবার নয়, একাধিকবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী- ‘এপিসোড অব হার্ট অ্যাটাক’ হয় তাঁর, বিশেষজ্ঞের ব্যাখ্যা অনুযায়ী অল্প সময়ের মধ্যে একাধিবার হৃদরোগে আক্রান্ত হন রোগী। ১ নভেম্বর ব্রেন স্ট্রোকের পরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে খবর মিলেছিল কোমায় রয়েছেন ঐন্দ্রিলা, তবে পরবর্তীতে জানা যায় অবস্থা স্থিতিশীল, হাত-পা নাড়ছেন তিনি।

এরপরই মস্তিষ্কে রক্ত জমাট বাঁধা ও গায়ের জ্বর নিয়ে সমস্যা বাড়তে থাকে ঐন্দ্রিলার। কয়েকদিন আগে ধরা পড়ে শরীরে নতুন সংক্রমণ। ইতিমধ্যেই বেশ কিছু ওষুধ পাল্টে দেওয়া হয়েছিল বলেও খবর, চলছিল অ্যান্টিবায়োটিক। মঙ্গলবার রাত পর্যন্ত তেমন কোনও শারীরিক অবস্থার উন্নতির খবর সামনে আসেনি। তবে বুধবার সকলেই আবারও মিলল খারাপ খবর, বিপদ বাড়াল হৃদরোগ, সঙ্কটজনক ঐন্দ্রিলা। সিপিআর দেওয়া হয়েছে ইতিমধ্যেই। লড়াই চালিয়ে যাচ্ছে ঐন্দ্রিলা। বাড়ছে ভক্তদের মধ্যে উদ্বেগ। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় প্রতিটা মুহূর্তে শুভাকাঙ্খীরা করে চলেছেন প্রার্থনা। গত দুবার বড়-বড় বিপদ কাটিয়ে বাড়ি ফিরেচেন তিনি, এবারও তাই মিরাকেলের অপেক্ষায় সব্যসাচী।