Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jagadhatri: জগদ্ধাত্রীর অ্যাকশনই বলছে সব কথা, টিআরপি জয় করেছে এই ধারাবাহিক

Bengali Serial: মা-কাকিমাদের পাশাপাশি, একটা সময় 'প্রসেনজিৎ-চিরঞ্জিতের মারামারিওয়ালা' সিনেমা দেখা বাবা-কাকারাও 'জগদ্ধাত্রী' উপভোগ করছেন।

Jagadhatri: জগদ্ধাত্রীর অ্যাকশনই বলছে সব কথা, টিআরপি জয় করেছে এই ধারাবাহিক
Follow Us:
| Edited By: | Updated on: Jan 06, 2023 | 11:05 AM

দর্শকের পছন্দ নিয়ে কাঁটাছেড়া করার আগে জানিয়ে রাখা ভাল যে, বিগত কয়েক সপ্তাহ ধরে সেরা বাংলা সিরিয়ালের তকমা পেয়েছে ‘জগদ্ধাত্রী’। এই সিরিয়ালের বৈশিষ্ট্য কী? এই সিরিয়াল যে গল্প নিয়ে শুরু করেছিল, অর্থাৎ নায়িকার অ্যাকশনধর্মী প্লট, তা এখনও পর্যন্ত ধরে রাখতে পেরেছে অবিকল। এ তো গেল এক নম্বর পয়েন্ট। একটা সময় গ্রামে-গঞ্জে মারাপিঠওয়ালা গল্প খুবই চলত। সেই সব গল্পে কিন্তু থাকত মা-বোনেদের কান্না, সংসারের কূটকচালী। ‘জগদ্ধাত্রী’তে নায়িকা অ্যাকশনে। সে-ই হিরো এই গল্পের। লেখক স্নেহাশিস চক্রবর্তীর গল্পে যেমনটা আরকী লক্ষ্য করা যায়। কিন্তু এই নায়িকার মধ্যে কান্না কম, আপোশ কম, মারামারি বেশি। জগদ্ধাত্রী তাই জ্যাজ় হয়ে দুষ্টের দমন এবং শিষ্টের পালন করছে। আর তাই মা-কাকিমাদের পাশাপাশি, একটা সময় ‘প্রসেনজিৎ-চিরঞ্জিতের মারামারিওয়ালা’ সিনেমা দেখা বাবা-কাকারাও ‘জগদ্ধাত্রী’ উপভোগ করছেন।

বিগত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় রমরমিয়ে চলেছে ‘জগদ্ধাত্রী’। দুই সপ্তাহ আগে এই সিরিয়ালের স্কোর ছিল ৯.২। গত সপ্তাহে ছিল ৮.৯। এবার পেয়েছে ৮.৫। আর আগের সপ্তাহ গুলিতেও কখনও ৮-এর কম হয়নি ‘জগদ্ধাত্রী’র স্কোর। আর এটা হয়েছে কেবল নায়িকার অ্যাকশনের কারণে। তেমনটাই মনে করছেন দর্শক।

সিরিয়ালে জ্যাজ়, অর্থাৎ জগদ্ধাত্রীর চরিত্রে অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক। এটিই তাঁর লিড হিসেবে প্রথম সিরিয়াল। কেবল সংলাপ বলা নয়, মুখভঙ্গীর কৌশল কিংবা চোখার ভাষা নয়, তাঁকে রীতিমতো অ্যাকশন করতে হয়েছে। দুষ্টুলোকের কপালে ধরতে হয়েছে পিস্তল। সিরিয়ালে তাঁর দুটি রূপ – একটি, সে বাড়ির বউ। অন্যটি, পরিচয় গুপ্ত রাখা জ্যাজ়। একটি লুকে সে আটপৌরে, অন্য লুকে সে টাগ ইন করে প্যান্ট শার্ট পরা অ্যাকশন কুইন।

কিন্তু এই সপ্তাহের ফলাফল অনুযায়ী জগদ্ধাত্রীর জায়গা কিছুটা টলমল হয়েছে। এ নম্বর জায়গা থেকে সে সরে এসেছে দুই নম্বর জায়গায়। কেন না, অপর চ্যানেলের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলা ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ নিয়ে নিয়েছে প্রথম স্থানে। এই সিরিয়ালে দুটি বাচ্চা মেয়ে সোনা এবং রূপা চরিত্র দুটিকে বেশ পছন্দ হয়েছে দর্শকের।