২০২২-টা বেশ ভালভাবেই শুরু করেছেন শোলাঙ্কি রায়। একদিকে প্রথম বার বড় পর্দায় অভিনয় আবার অন্যদিকে ধারাবাহিকের মুখ্য চরিত্র– তবে এ সবই বিফলে যেতে পারত যদি ফলাফল ভাল না হত। রেজাল্ট বের হওয়ার পর দেখা গেল শুধু পাশই নয়, রীতিমতো লেটার মার্কস নিয়ে পাশ করেছেন শোলাঙ্কি। প্রথম ছবি ‘বাবা বেবি ও’ হিট। অন্যদিকে মিঠাইয়ের এত দিনের রেকর্ড ভেঙে দিয়ে প্রথম স্থানে উঠে এসেছে সোলাঙ্কির গাঁটছড়া। জীবনে জোড়া সুখবর, কী বলছেন শোলাঙ্কি?
বৃহস্পতিবার টিআরপি’র ফলাফল বের হতেই সামাজিক মাধ্যমে বেশ বড়সড় এক পোস্ট দিয়েছেন অভিনেত্রী। লিখেছেন, “আমাদের যা প্রাপ্য তার চেয়েও বেশি যাঁদের কাছে থেকে আমরা পেয়ে থাকি তাঁদের ধন্যবাদ জানানোর সময়টুকুও মাঝেসাঝে আমরা পাই না। আপনাদের ভালবাসা কোনওদিন নিক্তি ওজনে মাপা যাবে না। আমি সবসময় বিশ্বাস কোটি তোমরা আছ বলেই আমরা আছি।”
তিনি আপ্লুত, উচ্ছ্বসিত। একই সঙ্গে ধারাবাহিক ও ছবিতে দর্শকদের ভালবাসার ইজহারে তিনি আবেগঘনও বটে। তারই প্রতিফলন এই ফেসবুক পোস্টটি। দর্শকরাও পাল্টা ভালবাসা ফিরিয়ে দিয়েছেন মন্তব্য বক্সে। একজন লিখেছেন, ‘দিদি তোমার অভিনয়ই এই ধারাবাহিকের ইউএসপি’। আর একজনের বক্তব্য শোলাঙ্কি যেন পাশের বাড়ির মেয়ে, সাজগোজে আড়ম্বর নেই, তাই এত ভাল লাগে।
প্রসঙ্গত, বৃহস্পতিবারের টিআরপি তালিকা বলছে এক থেকে এক ধাক্কায় পাঁচে নেমে গিয়েছে এতদিনের বেঙ্গল টপার থাকা মিঠাই। নতুন রেকর্ড গড়েছে গাঁটছড়া। নয়া বেঙ্গল টপারের এই সপ্তাহে প্রাপ্ত নম্বর ১০.১। অন্যদিকে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানেও দেখা গিয়েছে জলসার তিনি ধারাবাহিককে। এদের মধ্যে রয়েছে ধুলোকণা, মনফাগুন ও আলতা ফড়িং। গাঁটছড়ায় শোলাঙ্কির বিপরীতে দেখা যাচ্ছে গৌরব চট্টোপাধ্যায়কে। রয়েছে মাল্টি স্টারকাস্ট। ধারাবাহিকের সাফল্য কি লুকিয়ে সেখানেই, কাঁটাছেঁড়া চলছেই। কারণ যাই হোক না কেন, শোলাঙ্কি ভক্তরা খুশি। ‘খড়ি’, ‘কাদম্বিনী’ সাফল্যের শরীক হয়েছেন তাঁরাও।
আরও পড়ুন- Bengali Serial TRP: প্রথম তিনেও রইল না ‘মিঠাই’! বাংলা পেল নতুন টপারকে
আরও পড়ুন- Adrit Roy Exclusive: যারা নিজের ইচ্ছেয় বিয়ে দিচ্ছিল তারাই বিয়ে ভেঙে দিয়েছে: আদৃত রায়
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
২০২২-টা বেশ ভালভাবেই শুরু করেছেন শোলাঙ্কি রায়। একদিকে প্রথম বার বড় পর্দায় অভিনয় আবার অন্যদিকে ধারাবাহিকের মুখ্য চরিত্র– তবে এ সবই বিফলে যেতে পারত যদি ফলাফল ভাল না হত। রেজাল্ট বের হওয়ার পর দেখা গেল শুধু পাশই নয়, রীতিমতো লেটার মার্কস নিয়ে পাশ করেছেন শোলাঙ্কি। প্রথম ছবি ‘বাবা বেবি ও’ হিট। অন্যদিকে মিঠাইয়ের এত দিনের রেকর্ড ভেঙে দিয়ে প্রথম স্থানে উঠে এসেছে সোলাঙ্কির গাঁটছড়া। জীবনে জোড়া সুখবর, কী বলছেন শোলাঙ্কি?
বৃহস্পতিবার টিআরপি’র ফলাফল বের হতেই সামাজিক মাধ্যমে বেশ বড়সড় এক পোস্ট দিয়েছেন অভিনেত্রী। লিখেছেন, “আমাদের যা প্রাপ্য তার চেয়েও বেশি যাঁদের কাছে থেকে আমরা পেয়ে থাকি তাঁদের ধন্যবাদ জানানোর সময়টুকুও মাঝেসাঝে আমরা পাই না। আপনাদের ভালবাসা কোনওদিন নিক্তি ওজনে মাপা যাবে না। আমি সবসময় বিশ্বাস কোটি তোমরা আছ বলেই আমরা আছি।”
তিনি আপ্লুত, উচ্ছ্বসিত। একই সঙ্গে ধারাবাহিক ও ছবিতে দর্শকদের ভালবাসার ইজহারে তিনি আবেগঘনও বটে। তারই প্রতিফলন এই ফেসবুক পোস্টটি। দর্শকরাও পাল্টা ভালবাসা ফিরিয়ে দিয়েছেন মন্তব্য বক্সে। একজন লিখেছেন, ‘দিদি তোমার অভিনয়ই এই ধারাবাহিকের ইউএসপি’। আর একজনের বক্তব্য শোলাঙ্কি যেন পাশের বাড়ির মেয়ে, সাজগোজে আড়ম্বর নেই, তাই এত ভাল লাগে।
প্রসঙ্গত, বৃহস্পতিবারের টিআরপি তালিকা বলছে এক থেকে এক ধাক্কায় পাঁচে নেমে গিয়েছে এতদিনের বেঙ্গল টপার থাকা মিঠাই। নতুন রেকর্ড গড়েছে গাঁটছড়া। নয়া বেঙ্গল টপারের এই সপ্তাহে প্রাপ্ত নম্বর ১০.১। অন্যদিকে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানেও দেখা গিয়েছে জলসার তিনি ধারাবাহিককে। এদের মধ্যে রয়েছে ধুলোকণা, মনফাগুন ও আলতা ফড়িং। গাঁটছড়ায় শোলাঙ্কির বিপরীতে দেখা যাচ্ছে গৌরব চট্টোপাধ্যায়কে। রয়েছে মাল্টি স্টারকাস্ট। ধারাবাহিকের সাফল্য কি লুকিয়ে সেখানেই, কাঁটাছেঁড়া চলছেই। কারণ যাই হোক না কেন, শোলাঙ্কি ভক্তরা খুশি। ‘খড়ি’, ‘কাদম্বিনী’ সাফল্যের শরীক হয়েছেন তাঁরাও।
আরও পড়ুন- Bengali Serial TRP: প্রথম তিনেও রইল না ‘মিঠাই’! বাংলা পেল নতুন টপারকে
আরও পড়ুন- Adrit Roy Exclusive: যারা নিজের ইচ্ছেয় বিয়ে দিচ্ছিল তারাই বিয়ে ভেঙে দিয়েছে: আদৃত রায়
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা