প্ল্যান করেছিলেন একগুচ্ছ। কিন্তু কাজের ফেরার তাড়াতেই নাকি সব প্ল্যান ভেস্তে দিয়েছেন প্রেমিকা। তেজস্বী প্রকাশ সম্পর্কে এমনই ‘অভিযোগ’ করণ কুন্দ্রার। সামনেই প্রেম দিবস। আর এই প্রেম দিবসের প্ল্যান নিয়েই মুখ খুললেন করণ। একই সঙ্গে বিয়ের প্রস্তাব-প্রেম নিয়েও হলেন অকপট।
স্পটবয়ের এক রিপোর্ট বলছে, এই প্রেম দিবসে প্রেমিকার জন্য স্পেশ্যাল কিছু প্ল্যান করতে চলেছেন করণ। হতে পারে আর দিন দুয়েক পরেই তেজস্বীকে বিয়ের জন্য আনুষ্ঠানিক প্রস্তাবও দিতে পারেন তিনি। এ নিয়ে কী মুখ খুলেছেন করণ নিজেও।
তাঁর কথায়, “ভ্যালেন্টাইন্স ডে’রতে অনেক প্ল্যান বানিয়েছিলাম। কিন্তু তেজস্বীর কাজে ফেরার এত তাড়া যে আমার সব প্ল্যান তো নিজেই ভেস্তে দিয়েছে। নাগিনের সেটে যেতে পারি, সেখানেই হয়তো ওর জন্য স্পেশ্যাল কিছু করব। আর বিয়ের কথাই যদি বলি আমাদের পরিবার ইতিমধ্যেই আমাদের সম্পর্ক মেনে নিয়েছে। এর চেয়ে বেশি কী আর বলার থাকতে পারে।”
প্রসঙ্গত, বিগবসের বিজয়ী হয়েই নাগিন ৬-এর মুখ হিসেবে কাজ শুরু করে দিয়েছেন তেজস্বী প্রকাশ। হাতে সময় নেই একদমই। কিন্তু প্রেমের জন্য বার করে নিচ্ছেন একান্ত অবসর। শুক্রবারই ওই লাভ বার্ডসকে দেখা গিয়েছিল করণের বাড়ির নিচে। হাসিমুখে মিডিয়ার সামনে পোজও দিয়েছিলেন তাঁরা। বিগবসের গত সিজনেই করণের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তেজস্বী। এর আগে অনুষ দান্ডেকরের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল তাঁর। যদিও তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। কী কারণে বিচ্ছেদ হয়েছিল তা নিয়ে সামাজিক মাধ্যমেও চলেছিল বিস্তর কাঁটাছেঁড়া। চুপ করে থাকেননি অনুষাও।
গত বছরের জানুয়ারি মাসে ব্রেকআপের কথা নিজেই জানান অনুষা। তিনি লেখেন, ” … আমায় চিট করা হয়েছে। মিথ্যে বলা হয়েছে। আমি ভেবেছিলাম আমার কাছে হয়তো ক্ষমা চাওয়া হবে। কিন্তু তা হয়নি, আমি বুঝেছি, আমাকেই ক্ষমা করে দিতে হবে। বেরিয়ে আসতে হবে। পজিটিভিকে সঙ্গে নিয়ে এগিয়ে চলতে হবে।” করণ যদিও প্রাক্তন প্রেম নিয়ে বেশি কিছু বলেননি। আপাতত তাঁর হৃদয় জুড়ে তেজস্বী। বিয়ের সানাই বাজবে কবে?
আরও পড়ুন: Lata Mangeshkar-Noor Jehan: ‘লতাকে পেয়ে আমি ভাগ্যবতী’, বলেছিলেন পাকিস্তানের সুরসম্রাজ্ঞী নুর জাহান
আরও পড়ুন: Kajol New Film: ধারাবাহিকভাবে মায়ের চরিত্রে কাজল, কিন্তু কেন?
আরও পড়ুন: Couple Goals: হিরোদের নয় বলিউডের খলনায়কদের বিয়ে করেছেন কোন কোন সুন্দরী?