Roadies 19: করোনা সাহায্য করতে গিয়েই কি সর্বস্বান্ত! রোডিজ় স্টার সোনু সুদের বর্তমান ব্যাঙ্ক ব্যালান্স কত

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Apr 13, 2022 | 1:27 PM

Sonu Sood: এই সাহায্যের হাত বাড়াতে গিয়ে কোথাও কী বেশ খানিকটা আর্থিক সংকটের মুখে!

Roadies 19: করোনা সাহায্য করতে গিয়েই কি সর্বস্বান্ত! রোডিজ় স্টার সোনু সুদের বর্তমান ব্যাঙ্ক ব্যালান্স কত

Follow Us

সোনু সুদ, পর্দায় যিনি নিজেকে ভিলেন লুকেই করে তুলেছিলেন ভাইরাল, বারে বারে নিজেকে প্রমাণ করে ছিলেন খলনায়কের লুকে, তিনি কোথাও গিয়ে যেন বর্তমানে সাধারণ মানুষের ভগবান। একের পর এক ভাল ছবি উপহার দেওয়া সুপারস্টার, বর্তমানে রিয়েল হিরোর তকমা পেয়ে কোথাও গিয়ে যেন নিজেকে আমুল পাল্টে ফেলেছিলেন। কীভাবে ধীরে ধীরে কোভিড পরিস্থিতিতে তিনি অতঃপ্রতো ভাবে নিজেকে জড়িয়ে ফেলেছিলেন, তা চাক্ষুস করেছে গোটা দেশ। উঠেছে বারে বারে নানা প্রশ্ন, তিনি কোথা থেকে পাচ্ছেন এত টাকা!

কারুর কথায় কালোবাজারি টাকা নিজের পকেট থেকে বার করার জন্যই তিনি বারে বারে আর্থিক সাহায্য করেছেন। এই নিয়ে বারে বারে অডিটও হয়েছে। কিন্তু সোনু সুদের বিরুদ্ধে কোনও অভিযোগই এখনও সামনে আসেনি। নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়িয়ে বারে বারে খবরের শিরোনামে যিনি উঠে এসেছিলেন, বর্তমানে তিনি কত টাকার মালিক! করোনায় সাহায্য করতে গিয়ে কি তিনি সব হারিয়েছে! নাকি বিজ্ঞাপন, অভিনয় ও বর্তমানে সঞ্চালনার দরুণ আবারও ফিরে পেয়েছেন পায়ের তলার জমি।

ঝড়ের গতীতে ভাইরাল হওয়া খবর অনুযায়ী বর্তমানে আবারও খবরের শিরোনামে সোনু সুদ। বর্তমানে এই সেলেবের ব্যাঙ্কে রয়েছে মোটের ওপর ১৩০ কোটি টাকা। বিভিন্ন ব্র্যান্ডের প্রোমোশনের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। তবে অভিনয়ের পাশাপাশি তিনি তাঁর রয়েছে হোটেলের ব্যবসাও। করোনা কালে যেখানে পুলিশদের থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি। তবে এই সাহায্যের হাত বাড়াতে গিয়ে কোথাও কী বেশ খানিকটা আর্থিক সংকটের মুখে! না, সোনু সুদ জানিয়ে ছিলেন, তিনি পরিস্থিতি সামলাতে কোথাও কোনও টাকা তোলা, বা কারুর থেকে সাহায্য নেননি। বরং নিজের মোটের ওপর আট প্রপার্টি তিনি বন্দক রেখেছিলেন পরিস্থিতির সামাল দিতে। বর্তমানে রোডিজ় সিজন ১৯ নিয়ে তিনি ভাইরাল নেটদুনিয়ায়। পুরো দস্তুর মত সঞ্চালক ও মেন্টরের কাজ করে প্রথম তিন এপিসোডেই নজর কাড়ছেন তিনি।

আরও পড়ুন- Viral News: ‘চা বানাতে বানাতে যদি কেউ প্রধানমন্ত্রী হয়, নাচতে নাচতে আমি অভিনেত্রী হতে পারব না!’ বিস্ফোরক রাখী

আরও পড়ুন- Viral Video: দেবের হাত ধরে মেট্রো স্টেশনে রুক্মিনী, একই পোশাকে নজর কাড়লেন টলিউড লাভবার্ড

আরও পড়ুন- RRR Gossip: অনুমতি ছিল না গান শোনার, আরআরআর-এর সেটে ঘটা আলিয়ার প্রথম অভিজ্ঞতার অবাক করা তালিকা

Next Article