শোকস্তব্ধ গোটা দেশ। চলে গিয়েছেন লতা মঙ্গেশকর। এরই মধ্যে আরও এক মন খারাপের খবর। মাতৃহারা হলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী নয়না সিং। তাঁর চলার পথে মা-ই ছিলেন শক্তি। তাই মাকে হারিয়ে কার্যত ভেঙে পড়েছেন নয়না।
মায়ের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে এক পোস্ট শেয়ার করেছেন তিনি। মায়ের নাম শক্তি বহেল। লিখেছেন, “আমার মস্তিষ্ক কাজ করছে না। হৃদয় কাঁদছে, চোখ ক্লান্ত হয়ে পড়েছে। তোমায় ছাড়া কী করব মা? তোমার ছোট্ট মেয়ে তোমার যে খুব মিস করছে। তোমার ভালবাসা, বকা সবটাই মিস করছে তোমার এই মেয়ে। আমার সাহায্যের প্রয়োজন হলে কে এসে দাঁড়াবে মা? কষ্ট হলে কার কোলে মাথা রেখে কাঁদব? মিস করছি মা…’। এখানেই থাকেননি তিনি। আজ তিনি যে জায়গায় দাঁড়িয়ে সেই পুরো কৃতিত্বই মাকে দিয়েছেন অভিনেত্রী। তিনি লিখছেন, “এই শূন্যতা কেউ পূরণ করতেই পারবে না। অন্য দুনিয়াতে দেখা হবে। আবারও মা-মেয়েতে মিলে গল্প হবে। ফিরে এস…”।
তাঁর ওই পোস্টের পর ইন্ডাস্ট্রির বন্ধুরা দিয়েছেন পাশে থাকার বার্তা, দিয়েছেন শক্ত থাকার পরামর্শ। কিন্তু মনে যে মানে না। আক্ষরিক অর্থে ‘শক্তি’ ছিলেন তাঁর মা, এ কথা আগেও বহু জায়গায় বলেছেন তিনি। তাঁর প্রতিটি কাজে উৎসাহ দিতেন তিনি। এমনকি তাঁর অভিনয় জগতে পা রাখার পিছনেও উৎসাহ ছিল মায়ের। বিউটি পেজেন্টের অডিশনে তাঁকে না জানিয়েই ছবি পাঠিয়েছিলেন তাঁর মা, এ কথা আগেও এক সাক্ষাৎকারে বলেছিলেন শক্তি। অবশেষে চলে গেলেন কাছের মানুষটি। শক্তি-হীন হলেন নয়না। মন জুড়ে বিষাদের ছায়া।
আরও পড়ুন:Lata Mangeshkar Death: লতা মঙ্গেশকরকে রাজি করা… সে কম বড় চ্যালেঞ্জ নয় : তোচন ঘোষ
আরও পড়ুন:Lata Mangeshkar Death: মনে হচ্ছে আমার স্বজন বিয়োগ হল: ইমন চক্রবর্তী
আরও পড়ুন:লতার প্রয়াণে শোকস্তব্ধ সচিন, আজ তিনি কার্যত ‘মাতৃহারা’