Maybela: ‘মেয়েবেলা’ কোনওদিন শেষ হবে না, সেলিব্রেশন পার্টিতে কেন বললেন অভিনেত্রী?

Party Mood: রূপা গঙ্গোপাধ্যায়ের বদলে এই ধারাবাহিকে যোগ দিয়েছিলেন অনুশ্রী দাস। জানিয়েছিলেন, চেষ্টা করবেন দর্শকদের মন জয় করতে। তবে সে ক্ষেত্রে খুব একটা সুযোগ পাননি তিনি।

Maybela: 'মেয়েবেলা' কোনওদিন শেষ হবে না, সেলিব্রেশন পার্টিতে কেন বললেন অভিনেত্রী?
Follow Us:
| Edited By: | Updated on: Jun 19, 2023 | 2:46 PM

শেষ হচ্ছে মেয়েবেলা ধারাবাহিক। খবর মিলেছিল অনেকদিন আগেই। তারই মাঝে ভাইরাল হয়েছিল একাধিক তথ্য। কখনও ধারাবাহিকের অন্দরমহলের বচসা, কখনও আবার ধারাবাহিকের চিত্রনাট্য নিয়ে তর্জা। অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় ধারাবাহিক ছাড়ার পর থেকেই নিত্য খবরের শিরোনামে থেকেছে মেয়েবেলা। তবে টিআরপির তালিকাতে তা জায়গা করে নিতে পারেনি। রাতারাতি তা সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিল। যে মর্মে ধারাবাহিকটি করতে রাজি হয়েছিলেন তিনি, রূপা গঙ্গোপাধ্যায় জানান, পরবর্তীতে গল্পের গতি আর সেই পথে এগোতে পারে না। একের পর এক এপিসোডে কেবলই শাশুড়ি বউমার কুটকাটালি। তা নিতে পারেননি একটা সময়ের পর এই অভিনেত্রী।

ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল তাঁর সাক্ষাৎকারে তুলে ধরা এক একটি দাবি। তবে যে দাপটের সঙ্গে এই ধারাবাহিক শুরু হয়েছিল,শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি কেউই। যার ফলে একটা সময়ের পর তা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় চ্যানেলের পক্ষ থেকে। সেই মতোই শেষ দিনের শুটও হয়ে যায়। এবার ব়্যাপঅ্যাপ পার্টির পালা। ধারাবাহিকের স্টাররা মিলে হাউসপার্টিতে জমিয়ে নাচলেন। চলল গালা খাওয়া-দাওয়া, সঙ্গে হুল্লোর। দেখা গেল মৌ, ডোডো, সুরজিৎ ও অতসীদের। তবে সুষ্ঠভাবে ধারাবাহিক শেষ হচ্ছে, সেই আনন্দেই এদিনের সেলিব্রেশন।

রূপা গঙ্গোপাধ্যায়ের বদলে এই ধারাবাহিকে যোগ দিয়েছিলেন অনুশ্রী দাস। বলেছিলেন, চেষ্টা করবেন দর্শকদের মন জয় করতে। তবে সে ক্ষেত্রে খুব একটা সুযোগ পাননি তিনি। কিছুদিনের মধ্যেই ধারাবাহিক শেষ হওয়ার খবর সামনে আসে। মেয়েবেলা ধারাবাহিকের মধ্যে দিয়ে সমাজকে কোনও বার্তা দেওয়া যাবে, মাঝ বয়সী মহিলাদের মানসিকতা প্রতিফলিত হবে, এমনটাই শুরুতে ফুটিয়ে তোলা হয় প্রোমোতে। যদিও গল্পের গতি যতই এগোতে থাকে পাল্টে যায় অনেককিছু। যদিও ধারাবাহিক শেষ হতে মোটেও মুখে হাসি নেই দর্শকদের। পার্টির ছবি ভিডিয়োর কমেন্টেও তাই বিষাদের সুর প্রকাশ্যে এল। পার্টিক ছবি শেয়ার করে অভিনেত্রী সৌমী লিখলেন- ‘মেয়েবেলা- কোন দিনও শেষ হবে না কারণ মেয়েরাই আদি শক্তি, আমরা ছিলাম , আমরা আছি , আমরা থাকব’।

;