সিদ্ধার্থ শুক্লা, বি-টাউনের টেলিদুনিয়ায় এক জনপ্রিয় নাম। যার অকাল প্রয়াণে ভেঙে পড়েছিল লক্ষ লক্ষ ভক্তমহল। সেই স্মৃতিতে আজও ডুবে আট থেকে আশি। পর্দায় সিদ্ধার্থ শুক্লা মানেই টিআরপি তুঙ্গে, তাঁর উপস্থিতিতেই বাজিমাত এক একটি শো। সকলের নজরের কেন্দ্রে থাকা সিডনাজ জুটিকে এক কথায় চোখে হারাত ভক্তরা। সেই সিদ্ধার্থের হঠাৎ মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা সিনে দুনিয়া। ভক্তদের মধ্যে পড়ে গিয়েছিল হাহাকার। যা এখনও ভোলার নয়। সেই ভয়ানক দিন আজও সকলের মনে তরতাজা। তাই আজও সোশ্যাল মিডিয়ার পাতায় মাঝে মধ্যেই ফিরে ফিরে আসে তাঁর পুরোনো স্মৃতি, পুরোনো ভিডিয়ো।
এবারও তার ব্যতিক্রম হল না, সেলেব পাপরাজিৎ ভাইরাল ভয়ানির সোশ্যাল মিডিয়ায় চোখে পড়ল সিদ্ধার্থ শুক্লার পুরোনো এক ভিডিয়ো। যেখানে তাঁর হাতে রয়েছে একটি ডাব। নিজেই চালাচ্ছেন গাড়ি। কাঁচ খুলতেই ক্যামেরা নিয়ে হাজির। পাপরাজিৎকে দেখেই রেগে গেলে গেলেন তিনি, ঠিক রাগ না, বিরক্ত, সেলেব মানেই ক্যামেরা তাঁদের ফলো করছে ২৪ ঘণ্টা। আর তা মোটেও পছন্দ নয় সিদ্ধার্থের, সিদ্ধার্থ জানালেন, এখানেও, কেন ফলো করছেন, বেশি বেরোনোর প্রয়োজন নেই, বাড়িতেই থাকুন ও সাবধানে থাকুন।
আজ আর কেউ সিদ্ধার্থকে বিরক্ত করে না। তিনি এখন সকলের মনে, স্মৃতির পাতায় নিশ্চিন্ত শয়ণে। সিদ্ধার্থের এই পুরোনো ভিডিয়ো দেখা মাত্রই তা নেট দুনিয়ায় হয়ে উঠল ভাইরাল। কমেন্ট বক্সে একের পর এক পোস্ট উঠে এলো তাঁর স্মৃতিতে। কেউ লিখলেন, রাজা সর্বদাই রাজাই থাকে, কেউ আবার লিখলেন প্রতিটা মুহূর্তে তাঁকে মিস করছি। ভক্তদের ভালবাসাতে আবারও ভরে উঠল ভিডিয়ো। ঠিক এমনভাবেই সিদ্ধার্থের স্মৃতিতে আজও বুঁদ ভক্তমহল। প্রতিটা মুহূর্তে তাঁর ছবি থেকে ভিডিয়ো ফিরে ফিরে আসতে দেখা যায় নেট পড়ায়।
আরও পড়ুন- Nora fatehi Controversy: প্রতারণার শিকার নোরা, ২০ লক্ষ টাকা জালিয়াতি, খোয়া গেছিল পাসপোর্ট