Viral Urfi Javed: দীপিকার গেরুয়া বিকিনি বিতর্ক উষ্কে এবার মাঠে উরফি, রে-রে করে উঠল নেটপাড়া
Urfi Javed: যদিও উরফির এই পোশাক নয়ে এখনও পর্যন্ত সেই পর্যায় কোনও বিতর্কের সৃষ্টি হয়নি, যা ঘিরে রাজনৈতিক তর্জা ওঠে তুঙ্গে।
পাঠান ছবির প্রথম গান মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্কের কেন্দ্রে জায়গা করে নেয় বেশরম রং। ঝড়ের গতিতে ভাইরাল হয় এই গানে দীপিকা পাড়ুকোনের লুক। বিশেষ করে তাঁর পোশাকের রং ঘিরে শুরু হয়ে যায় বচসা। গেরুয়া পোশাকে এ কেমন পোজ়, প্রশ্ন তোলে রাজনৈতিক মহল। রাতারাতি পোশাকের রং বদলের দাবি ওঠে সোশ্যাল মিডিয়ায়। দীপিকা পাড়ুকোনকে ঘিরে শুরু হয়ে যায় চর্চা। পাল্টে ফেলতে হবে পোশাকের রং। এমনি দাবি ওঠে সর্বত্র। তবে এবার সেই বিতর্কে উপযাচক হয়ে নাম লেখালেন ভাইরাল কুইন উরফি জাভেদ। পোশাক ও ফ্যাশন বিতর্কে বারে বারে এই নাম সোশ্যাল মিডিয়ায় উঠে আসতে দেখা যায়। তবে এবার তিনি নিজেই বিতর্ক দিলেন উষ্কে।
View this post on Instagram
দীপিকা পাড়ুকোনের গেরুয়া বিকিনি নিয়ে প্রশ্ন যেখানে তুঙ্গে, সেখানেই উরফির লুক দেখে অবাক নেটপাড়া। সামান্য একটা পট্টি পরে প্রকাশ্যে হাজির তিনি। একটি কাপড়ের ফালিতে ঢাকা রয়েছে বক্ষযুগল। যা দেখা মাত্রই আবারও রে রে করে উঠল নেটপাড়া। উরফির এ কী লুক! ওঠে প্রশ্ন। সেই প্রসঙ্গেই এবার দীপিকার পাশাপাশি উরফির সোশ্যাল মিডিয়া পোস্টের কমেন্ট বক্সে হাজির নেটিজ়েনরা। শুরু হয়ে যায় পোশাকের রং নিয়ে কড়া সমালোচনা।
View this post on Instagram
যদিও এই বিতর্ক প্রসঙ্গে মুখ খোলেননি উরফি জাভেদ। তবে তাঁর কমেন্ট বক্সে চোখ রাখলে নজরে পড়ে, কেউ লিখলেন- বোন অন্য কোনও রং পাওয়া গেল না! আপনি নগ্নই থাকুন, তবে কম করে এই রং-কে তো ছেড়ে দিতে পারতেন। অপরজন লিখলেন- ইনি বিতর্কের জন্যই এই রং-এর পোশাক পরেছেন। সকলের আকর্ষণের কেন্দ্রে থাকতে চান তিনি। আবার কারওর কথায়- বিজেপি নেতারা এনাকেও ছাড়বে না। যদিও উরফির এই পোশাক নয়ে এখনও পর্যন্ত সেই পর্যায় কোনও বিতর্কের সৃষ্টি হয়নি, যা ঘিরে রাজনৈতিক তর্জা ওঠে তুঙ্গে।