Sampurna Lahiri: বাবা নাটকের লোক, মা অফিসে কাজ করেছেন, এটাই ‘বাংলা মিডিয়াম’ সিরিয়ালের ‘সুহানা’ সম্পূর্ণা
Bangla Medium: ২০১৯ সালে 'নজর' ধারাবাহিকে ডাইনির চরিত্রে অভিনয় করার পর ২০২২ সালে 'বাংলা মিডিয়াম' সিরিয়ালে ইংরেজি মিডিয়ামে লেখাপড়া করা ধনী পরিবারের অহংকারী মেয়ে সুহানার চরিত্রে অভিনয় করছেন সম্পূর্ণা লাহিড়ী। এই বিরতি কেন, সুহানার চরিত্র ধরতে কেন সম্পূর্ণার সময় লাগল, তা TV9 বাংলাকে একান্তভাবে জানিয়েছেন অভিনেত্রী।
প্রশ্ন: ‘বাংলা মিডিয়াম’ সিরিয়ালের সুহানার মতো তো সম্পূর্ণা নন। তাই না…? জার্নিটা তো একটু আলাদাই! সম্পূর্ণা: এক্কেবারেই। আমি বাংলা মাধ্যমের ছাত্রী। বাস্তবে বাংলা মিডিয়াম থেকেই পাশ করেছি। কিন্তু সিরিয়ালে অভিনয় করছি ‘ইংরেজি মিডিয়াম’ স্কুলে লেখাপড়া করা এক মেয়ের চরিত্রে।
প্রশ্ন: বাস্তবে কোন স্কুল ছিল আপনার? সম্পূর্ণা: আমার ছিল আলিপুর মাল্টিপার্পাস।
প্রশ্ন: তা হলে তো ইংরেজি মিডিয়াম এবং বাংলা মিডিয়ামের দ্বন্দ্ব আপনি বোঝেন? আদৌ কি কোনও দ্বন্দ্ব আছে? সম্পূর্ণা: অবশ্যই বুঝি এবং অবশ্যই দ্বন্দ্ব আছে। আমাদের মস্তিষ্কে যে তফাৎটা রয়েছে, সেটা নিয়ে আমিও ভুক্তভোগী। ইংরেজি মিডিয়ামের ছেলেমেয়েরা অনেক বেশি নাক উঁচু, অনেক বেশি স্নব। নিজেদের গণ্ডির মধ্য়েই থাকতে চায়।
প্রশ্ন: সুহানা কি নিজেকে খলনায়িকা বলবেন? সম্পূর্ণা: কোনওভাবেই বলবে না। চরিত্রটা আসলে সে রকম নয়। কোনও মেয়ে যদি বড়লোকের বাড়িতে জন্মায়, তা হলে তার বেড়ে ওঠায় একটা প্রভাব থাকে প্রাচুর্যের। তাকে তো খারাপ কিংবা ভাল, কোনওটাই বলতে পারি না আমরা। ফলে নেগেটিভ নয় চরিত্রটা। সামাজিক অবস্থান অনুযায়ী সে তার মতো।
প্রশ্ন: ‘নজর’ সিরিয়ালে আপনাকে ডাইনি হিসেবে তুলে ধরা হয়েছিল। সেটাই সম্ভবত আপনার শেষ কাজ ছিল টেলিভিশনের পর্দায়… সম্পূর্ণা: হ্যাঁ, আমিই ডাইনি ছিলাম। এবং সেটাকেই আপনি বলতে পারেন এক্কেবারে খল চরিত্র।
প্রশ্ন: ২০১৯ সালে ধারাবাহিকটি চলছিল। তারপর ফের ২০২২ থেকে ‘বাংলা মিডিয়াম’। মাঝের এই গ্যাপ কেন? সম্পূর্ণা: আসলে সে রকম কোনও কারণ নেই। কাজ পছন্দ হওয়ারও তো একটা ব্যাপার আছে।
প্রশ্ন: আপনি কি তবে চুজ়ি? সম্পূর্ণা: হ্যাঁ, কিন্তু অতটাও লাগজ়ারি আমাদের নেই। সুহানার চরিত্রটা যখন আমার কাছে আসে, আমার ভাল লেগেছে বটেই। যতটুকু পারি, বিচার করে কাজ করারই চেষ্টা করি সব সময়।
প্রশ্ন: সুহানার সঙ্গে সম্পূর্ণার মিল কতখানি? সম্পূর্ণা: কোনও মিলই নেই। আমরা দু’জনে এক্কেবারে আলাদা ধরনের মানুষ। সুহানা বড়লোক ব্যবসায়ীর মেয়ে। সেটা সম্পূর্ণা লাহিড়ী একেবারেই নয়। আমি থিয়েটার বাড়ি থেকে আসি। বাবা নাটকের লোক। মা অফিস করেছেন। বাড়ির লেখাপড়া খুব গুরুত্বপূর্ণ বিষয়। আগেই বলেছি, সুহানা ইংরেজি মিডিয়ামের মেয়ে, সম্পূর্ণা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছেন। সুহানা নিজের পরিবার ছাড়া বাকিদের নীচু চোখে দেখে। সম্পূর্ণা সেটা একেবারেই নয়। তার মধ্যে মধ্য়বিত্ত মূল্যবোধ অনেকটাই বেশি। তাই চরিত্রটা ধরতেও আমরা একটু সময় লেগেছিল।