AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘অভিজিতের চেয়েও ভাল গায়ক অনির্বাণ’, অভিনেতার গান শুনেই হইচই

Anirban-Abhijit: মুম্বইয়ের বাঙালি গায়ক অভিজিৎ ভট্টাচার্যকে মোহিত করে দিলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। 'নয়নও শরশি তুমি' গানটি গেয়ে উঠলেন অভিজিতের পাশে দাঁড়িয়েই। অভিজিতের জহুরির চোখ। অনির্বাণের কণ্ঠে গানের একটি কলি শুনে অবাক হয়ে গেলেন। সরল বালকের মতো প্রশ্ন করলেন, "তারপর...।"

'অভিজিতের চেয়েও ভাল গায়ক অনির্বাণ', অভিনেতার গান শুনেই হইচই
অনির্বাণ ভট্টাচার্য।
| Updated on: May 17, 2024 | 10:10 AM
Share

ফঅভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। মফস্বলে বড় হওয়া এই অভিনেতা কলকাতায় এসে লেখাপড়া করেছিলেন। তারপর থিয়েটার। সিরিয়াল, সিনেমা, ওয়েব সিরিজ়ে অভিনয়। ধাপে-ধাপে এগিয়ে গিয়েছে অনির্বাণের জীবন। আরও দুটি শৈল্পিক দিকে নিজেকে প্রমাণ করেছেন এই অভিনেতা। তা হল পরিচালনা এবং গান। ছবিতে প্লেব্যাকের পাশাপাশি একটি অনবদ্য সিনেমা এবং ওয়েব সিরিজ় পরিচালনা করে ফেলেছেন অনির্বাণ। এবার ‘সা রে গা মা পা’র মঞ্চে বাকরুদ্ধ করে দিলেন মুম্বইয়ের বাঙালি গায়ক অভিজিৎ ভট্টাচার্যকে।

৯০-এর দশকের সফল গায়কদের তালিকায় নাম রয়েছে অভিজিতের। শাহরুখ খানের জন্য ছবিতে গান গেয়েছিলেন অভিজিৎ। প্রত্যেকটি গান সুপারডুপার হিট করেছিল। মুম্বইয়ের প্রথম বাঙালি তারকা হিসেবে শুরু করেছিলেন দুর্গাপুজো। আবেগতাড়িত মানুষটি অল্পতে রেগেও যান। অভিভূতও হয়ে যান। তাঁকে এক্কেবারে ক্লিন বোল্ড করে দিলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। ‘নয়নও শরশি তুমি’ গানটি গেয়ে উঠলেন অভিজিতের পাশে দাঁড়িয়েই। অভিজিতের জহুরির চোখ। অনির্বাণের কণ্ঠে গানের একটি কলি শুনে অবাক হয়ে গেলেন। সরল বালকের মতো প্রশ্ন করলেন, “তারপর…।” তিনি অনির্বাণের কণ্ঠে গানটা পুরোটা শুনতে চাইছিলেন।

বিনয়ী অভিনেতা অনির্বাণ অভিজিতের হাত ধরে বললেন, “আপনি মঞ্চে বসে আছেন, আমি কীভাবে গান গাইব”। অভিজিৎ অনির্বাণকে ফের প্রশ্ন করেন, “আমি তো কানপুর থেকে এসেছি, তুমি তো বাংলার ছেলে, গাও না।” অত বড় গায়কের অনুরোধ ফেলতে পারলেন না অনির্বাণ। গানের আরও কিছুটা অংশ গেয়ে দিলেন অনায়াসেই। ভিডিয়োটি রিল আকারে সামাজিক মাধ্যমে ছাড়া হয়েছে ‘সা রে গা মা পা’র পেজ থেকে। তারপর থেকেই লাইক এবং কমেন্টের বন্যা। বহুমুখী প্রতিভা অনির্বাণের প্রশংসা করতে শুরু করেন তাঁর অগুনতি অনুরাগী। এই কথাও বলছেন, “অভিজিতের থেকে ভাল গান করেন অনির্বাণ”।