Katrina Kaif’s Birthday: আজ ক্যাটরিনা কাইফের জন্মদিন, বিশেষ দিনে ফিরে দেখা বলিউডের কোন কোন ছবিকে না করেছিলেন তিনি

Katrina Kaif’s Birthday: ২০০৩ সালে ‘বুম’ ছবি দিয়ে কেরিয়ার শুরু করেন বলিউডে ক্যাটরিনা। তবে পরিচিতি ‘সরকার’, ‘ম্যায়নে প্যার কিউঁ কিয়া’, ‘হাম কো দিওয়ানা কর গেয়ে’-এর মতো ছবি দিয়ে।

| Edited By: | Updated on: Jul 16, 2022 | 10:40 AM
৩৯তম জন্মদিনে ক্যাটরিনা পাড়ি দিয়েছেন মালদ্বীপে। সঙ্গে অবশ্যই স্বামী ভিকি কৌশল। শত কাজের ব্যস্ততা মাঝে একে অপরের সঙ্গে বিশেষ দিনগুলো কাটাতে কখনই ভোলেন না দম্পতি। ডিসেম্বরে তাঁরা সাত পাঁকে বাঁধা পড়েন। দুইজনের হাতে রয়েছে একগুচ্ছ ছবি। তবে জন্মদিনে কাজ ভুলে পরিবার এবং বন্ধুদের সঙ্গে উইকেন্ড কাটাতে একদিন আগেই দেশ ছেড়েছেন ক্যাটরিনা-ভিকি।

৩৯তম জন্মদিনে ক্যাটরিনা পাড়ি দিয়েছেন মালদ্বীপে। সঙ্গে অবশ্যই স্বামী ভিকি কৌশল। শত কাজের ব্যস্ততা মাঝে একে অপরের সঙ্গে বিশেষ দিনগুলো কাটাতে কখনই ভোলেন না দম্পতি। ডিসেম্বরে তাঁরা সাত পাঁকে বাঁধা পড়েন। দুইজনের হাতে রয়েছে একগুচ্ছ ছবি। তবে জন্মদিনে কাজ ভুলে পরিবার এবং বন্ধুদের সঙ্গে উইকেন্ড কাটাতে একদিন আগেই দেশ ছেড়েছেন ক্যাটরিনা-ভিকি।

1 / 7
বলিউডে প্রায় ১৯ বছর কাজ করছেন ক্যাটরিনা। ২০০৩ সালে ‘বুম’ ছবি দিয়ে শুরু কেরিয়ার। প্রথম ছবি জনপ্রিয় হয়। তবে ১৯ বছরে বহু হিট ছবির নায়িকা তিনি। কিন্তু বেশ কিছু বলিউডের জনপ্রিয় ছবি তিনি ছেড়ে দিয়েছিলেন নানা কারণে. যেমন, ‘বরফি’। অনুরাগ বসুর প্রথম পছন্দ ছিলেন তিনি-ই। কিন্তু কোনও এক অজানা কারণে করেন এই ছবি।

বলিউডে প্রায় ১৯ বছর কাজ করছেন ক্যাটরিনা। ২০০৩ সালে ‘বুম’ ছবি দিয়ে শুরু কেরিয়ার। প্রথম ছবি জনপ্রিয় হয়। তবে ১৯ বছরে বহু হিট ছবির নায়িকা তিনি। কিন্তু বেশ কিছু বলিউডের জনপ্রিয় ছবি তিনি ছেড়ে দিয়েছিলেন নানা কারণে. যেমন, ‘বরফি’। অনুরাগ বসুর প্রথম পছন্দ ছিলেন তিনি-ই। কিন্তু কোনও এক অজানা কারণে করেন এই ছবি।

2 / 7
শাহরুখ খান অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবি জন্য রোহিত শেট্টি প্রথমে ভাবেন ক্যাটরিনার কথাই। কিন্তু দক্ষিণী উচ্চারণ সমস্যার জন্য তিনি এই ছবি করতে রাজি হননি। পরে দীপিকা এই ছবি করেন। তিনি দক্ষিণ ভারতের মেয়েই। তাই দক্ষিণী ভাষায় দখলও বেশি।

শাহরুখ খান অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবি জন্য রোহিত শেট্টি প্রথমে ভাবেন ক্যাটরিনার কথাই। কিন্তু দক্ষিণী উচ্চারণ সমস্যার জন্য তিনি এই ছবি করতে রাজি হননি। পরে দীপিকা এই ছবি করেন। তিনি দক্ষিণ ভারতের মেয়েই। তাই দক্ষিণী ভাষায় দখলও বেশি।

3 / 7
ডেট সমস্যার কারণে ‘গুন্ডে’ ছবি ছেড়ে দিতে হয় তাঁকে। ছবিতে মুখ্য দুই পুরুষ চরিত্রে অভিনয় করেন রণবীর সিং, অর্জুন কাপুর। তিনি না বলে দেওয়ায় ছবি চলে যায় প্রিয়াঙ্কা চোপড়ার কাছে।

ডেট সমস্যার কারণে ‘গুন্ডে’ ছবি ছেড়ে দিতে হয় তাঁকে। ছবিতে মুখ্য দুই পুরুষ চরিত্রে অভিনয় করেন রণবীর সিং, অর্জুন কাপুর। তিনি না বলে দেওয়ায় ছবি চলে যায় প্রিয়াঙ্কা চোপড়ার কাছে।

4 / 7
আবারও ডেট সমস্যার কারণে ছাড়তে হয় ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবি। এই নিয়ে দুইবার তাঁর রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করা হয়নি। ছবিতে রণবীরেক বিপরীতে অভিনয় করেন দীপিকা। প্রবল জনপ্রিয় হয় এই ছবি।

আবারও ডেট সমস্যার কারণে ছাড়তে হয় ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবি। এই নিয়ে দুইবার তাঁর রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করা হয়নি। ছবিতে রণবীরেক বিপরীতে অভিনয় করেন দীপিকা। প্রবল জনপ্রিয় হয় এই ছবি।

5 / 7
আবারও ডেট সমস্যার কারণে ছাড়তে হয় ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবি। এই নিয়ে দুইবার তাঁর রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করা হয়নি। ছবিতে রণবীরেক বিপরীতে অভিনয় করেন দীপিকা। প্রবল জনপ্রিয় হয় এই ছবি।

আবারও ডেট সমস্যার কারণে ছাড়তে হয় ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবি। এই নিয়ে দুইবার তাঁর রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করা হয়নি। ছবিতে রণবীরেক বিপরীতে অভিনয় করেন দীপিকা। প্রবল জনপ্রিয় হয় এই ছবি।

6 / 7
জ্যাক চ্যাং এবং সোনু সুদ অভিনীত ছবি ‘কুং ফু যোগা’ ছবির প্রস্তাবও ফিরিয়ে দেন ক্যাটরিনা ডেট সমস্যার জন্য। পরে এই চরিত্রের প্রস্তাব পান দিশা পাটানি। এই ছবিও বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। ফলে না করে খুব একটা আপসোশ করতে হয়নি নায়িকাকে।

জ্যাক চ্যাং এবং সোনু সুদ অভিনীত ছবি ‘কুং ফু যোগা’ ছবির প্রস্তাবও ফিরিয়ে দেন ক্যাটরিনা ডেট সমস্যার জন্য। পরে এই চরিত্রের প্রস্তাব পান দিশা পাটানি। এই ছবিও বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। ফলে না করে খুব একটা আপসোশ করতে হয়নি নায়িকাকে।

7 / 7
Follow Us: