এই বছর বাংলা ধারাবাহিকের সবচেয়ে বড় মহারণ, রাজনন্দিনী নাকি প্রতীক এগিয়ে?
প্রথম সপ্তাহে কোন ধারাবাহিকের রেটিং কত হয়, তা দেখার জন্য অবশ্য অপেক্ষা করতে রাজি নন অনুরাগীরা। ধারাবাহিকের প্রোমোর ভিউজ কত, তা নিয়ে কাটাছেঁড়া চলছে সোশ্যাল মিডিয়াতে। ইউটিউবে তিন দিন আগে পোস্ট করা রাণী ভবানীর প্রোমোর ভিউ ৯৩ হাজার। সেখানে চার দিন আগে পোস্ট করা 'দাদামণি'-র প্রোমো ৪৫৫ হাজার ভিউ পেয়েছে। এখন পাখির চোখ, প্রথম সপ্তাহের টিআরপি।

বাংলা ছবি নিয়ে বক্স অফিস যুদ্ধ প্রায়শই দেখা যায়। প্রতি বছর দুর্গাপুজো বা বড়দিনে এরকম যুদ্ধ হয়, যেখানে বক্স অফিসে দুই সুপারস্টারকে লড়তে দেখা যায়। বা টলিপাড়ার দুই নামী পরিচালকের মধ্যে লড়াই হয়। কিন্তু বাংলার দুই নামী বিনোদন চ্যানেলে ধারাবাহিক লঞ্চ নিয়ে এরকম মহারণ এই বছর দেখা যায়নি। আজ রাত সাড়ে আটটায় স্টার জলসা চ্যানেলে দেখা যাবে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’। মায়ের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তিনি। নারীশক্তির এক অসাধারণ গল্প নিয়ে আসছে বিনোদন চ্যানেলটি। আর এই ধারাবাহিকের প্রধান মুখ রাজনন্দিনী পাল। সাড়ে আটটায় এত দিন দেখা যাচ্ছিল ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকটি। সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে রাণী ভবানীর গল্পকে জায়গা দেওয়ার জন্য।
অন্যদিকে জি বাংলা ঠিক রাত সাড়ে আটটায় লঞ্চ করছে ‘দাদামণি’। এটা চার বোনকে রক্ষা করে এমন এক দাদার গল্প। জি বাংলাতে রাত সাড়ে আটটায় দেখানো হতো ‘কোন গোপনে মন ভেসেছে’। সেই ধারাবাহিকের সময়ও পরিবর্তন করা হয়েছে এই দুই ধারাবাহিককে মুখোমুখি লড়িয়ে দেওয়ার জন্য। প্রতীক সেন এই ধারাবাহিকের জন্য চ্যানেল পরিবর্তন করেছেন। তাই রাজনন্দিনীর ধারাবাহিকের চেয়ে তাঁর ধারাবাহিকের রেটিং বেশি হবে কিনা, তা দেখার অপেক্ষা রয়েছে।
প্রথম সপ্তাহে কোন ধারাবাহিকের রেটিং কত হয়, তা দেখার জন্য অবশ্য অপেক্ষা করতে রাজি নন অনুরাগীরা। ধারাবাহিকের প্রোমোর ভিউজ কত, তা নিয়ে কাটাছেঁড়া চলছে সোশ্যাল মিডিয়াতে। ইউটিউবে তিন দিন আগে পোস্ট করা রাণী ভবানীর প্রোমোর ভিউ ৯৩ হাজার। সেখানে চার দিন আগে পোস্ট করা ‘দাদামণি’-র প্রোমো ৪৫৫ হাজার ভিউ পেয়েছে। এখন পাখির চোখ, প্রথম সপ্তাহের টিআরপি।





