Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tollywood: ফিরে এল ভাগাড় কাণ্ডের ভয়াবহ স্মৃতি, চতুর্দিকে শিউরে ওঠার মতো ঘটনা

Tollywood: তবে শুধু ভাগাড় কাণ্ডকে কেন্দ্র করেই এই সিরিজ নয়। এই সিরিজের মুখ্য চরিত্র নোনা ডাঙার পরেশ।

Tollywood: ফিরে এল ভাগাড় কাণ্ডের ভয়াবহ স্মৃতি, চতুর্দিকে শিউরে ওঠার মতো ঘটনা
সিরিজের পোস্টার।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 01, 2022 | 6:44 PM

মনে আছে ২০১৮ সালের কথা? মনে আছে ভাগাড় কাণ্ডের কথা? সামনে এসেছিল একের পর এক বিস্ফোরক সব তথ্য। কুকুর-বিড়ালের মাংস কম দামে চালিয়ে দেওয়া হচ্ছিল রেস্তরাঁয়, ভাগাড়ের পচা মাংস অবলীলায় খাইয়ে দেওয়া হচ্ছিল সাধারণকে। স্তম্ভিত হয়ে গিয়েছিল রাজ্যবাসী। সেই ঘটনা ও তাকে কেন্দ্র করে আরও ঘটনা নিয়েই আসছে ওয়েব সিরিজ ‘ভাগাড়’। পরিচালনায় রাজদীপ ঘোষ। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অম্লান মজুমদার।

তবে শুধু ভাগাড় কাণ্ডকে কেন্দ্র করেই এই সিরিজ নয়। এই সিরিজের মুখ্য চরিত্র নোনা ডাঙার পরেশ। ভাগাড়ের বীভৎসতার প্রত্যক্ষ শিকার হয়েছিলেন তিনি। বিড়ালের পচা মাংস খেয়ে তাঁর একমাত্র ছেলের মৃত্যু ধ্বস্ত করে দিয়েছিল গোটা পরিবারকেই। অথচ পরেশ বরাবরই ভীতু, শিরদাঁড়াহীন। স্ত্রীর সঙ্গে অশান্তি, স্ত্রীর সঙ্গে পরপুরুষের শারীরিক সম্পর্কেও সে নীরব, নির্বিকার। আত্মহত্যা করতে চায় সে। কিন্তু সেও যে বড় ঝক্কি। এমতাবস্থায় সে খোঁজ পায় সুপারি কিলারের সাহায্যে পারিশ্রমিকের বিনিময়ে এক যন্ত্রণাহীন মৃত্যু। কিন্তু মরতে চাওয়া পরেশ হঠাৎই জীবনকে বড় ভালবেসে ফেলে। অন্যদিকে ইউটিউবার অনির্বাণ তার নিজস্ব চ্যানেলের জন্য ভিডিও বানাতে গিয়ে খোঁজ পায় এক জাল বেবিফুড ফ্যাক্টরির। খোঁজ নিয়ে জানতে পারেন, নোনাডাঙ্গা ভাগাড়কাণ্ডে পচা মাংসের জালিয়াতি ব্যবসায় গ্রেফতার হওয়ার ইদ্রিস আলির এর পাণ্ডা। কিন্তু ইদ্রিসকে ছোঁয়া মুখের কথা নয়। তাঁর রক্ষাকর্তা ইনস্পেক্টর লাহা। একদিকে ভাগাড় কাণ্ডে ছেলে হারানো বাবা, অন্যদিকে মূল চক্রী ইদ্রিস… কোথাও গিয়ে একসঙ্গে গাঁথা পড়ে ঘটনারাজি।

সিরিজের স্টারকাস্টও মনোগ্রাহী। অভিনয়ে রয়েছেন সব‍্যসাচী চৌধুরী, রজতাভ দত্ত , সুমন্ত মুখোপাধ্যায়, ঐন্দ্রিলা শর্মা, অম্লান মজুমদার, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, প্রীতম দাসসহ অনেকেই। আগামী ২২ অগস্ট ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে সিরিজটি।