Arjun Chakraborty: “স্যার প্লিজ, আরও কাজ করা বাকি”, কাকে বললেন অর্জুন?
ফের একবার একসঙ্গে কাজ করছেন মিমি চক্রবর্তী ও অর্জুন চক্রবর্তী।

অরিন্দম শীলের ছবি ‘খেলা যখন’-এর শুটিং পর্ব। শুটিং সেট থেকে নিত্যদিন বি টি এস শেয়ার করছেন পরিচালক, অভিনেতারা। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন মিমি চক্রবর্তী। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অর্জুন চক্রবর্তীও। শুক্রবার একটি ছবি শেয়ার করেছেন অর্জুন। বেশ মজার সেই ছবি। ক্যাপশনও বেশ মজারই।
ছবিতে রয়েছেন অরিন্দম, মিমি ও অর্জুন। অরিন্দমের সামনে হাত জোড় করেছেন অভিনেতা। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “স্যার প্লিজ, আরও কাজ করা বাকি।”
অরিন্দমের প্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী। তাঁর সঙ্গে ‘ধনঞ্জয়’ ছবিটি তৈরি করেছিলেন অরিন্দম। মিমিকে দেখা গিয়েছিল এক আইনজীবীর চরিত্রে। ফের একসঙ্গে কাজ করছেন মিমি-অরিন্দম।
View this post on Instagram
শুটিংয়ের আগে ছবির মহুরত হয়। মাঝে অনেক পরিবর্তন আসে। কাস্ট থেকে প্রযোজক, অনেককিছু পালটায়। প্রায় আড়াই বছর পর ছবির শুটিং শুরু হল। শুরুতে জানা গিয়েছিল, বলিউডের বাঙালি অভিনেত্রী সায়নী গুপ্ত মুখ্য নারী চরিত্রে অভিনয় করবেন। কিন্তু পরবর্তীকালে সায়নীকে সরিয়ে মিমিকে কাস্ট করা হয়।
অর্জুন ও মিমি ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করছেন সুস্মিতা চট্টোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, হর্ষ ছায়া, জুন মালিয়া, বরুণ চন্দ, অলোকানন্দা রায়, অর্ণ মুখোপাধ্যায়। প্রতিবারের মতো এবারও বিক্রম ঘোষই অরিন্দমের এই ছবির সঙ্গীত ও আবহসঙ্গীতের গুরুদায়িত্বে রয়েছেন। এটি অরিন্দমের কেরিয়ারের ১৪ নম্বর পরিচালিত ছবি।
প্রসঙ্গত, কিছুদিন আগেই অরিন্দম ব্যস্ত ছিলেন মহাশ্বেতা দেবীকে নিয়ে তৈরি ‘মহানন্দা’ ছবির শুটিংয়ে। ছবিতে রয়েছেন গার্গী রায় চৌধুরী, দেবশঙ্কর হালদারের মতো তারকা। মহাশ্বেতা দেবীর চরিত্রে অভিনয় করেছেন গার্গী। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে ‘অন্য শবর’-ছবির শুটিংও শুরু করবেন অরিন্দম। অতিমারির কারণে ছবির তৈরি ও মুক্তি পিছিয়ে যায়। ছবিতে শবরের চরিত্রে ফের শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁরও ডেট পাওয়া গিয়েছে। মোদ্দা কথা, বেশ ব্যস্ততার মধ্যেই রয়েছেন পরিচালক। হাতে তাঁর এতগুলো গুরুগম্ভীর কাজ।
আরও পড়ুন: Neena Gupta: ‘মিস্টার রোশনলাল’ ফিরলেন নীনার কথায়, কে ইনি?
