Sudipta Chakraborty: প্রিয় বুদ্দি মামার সঙ্গে ডাবিং করল ছোট্ট শাহিদা, মেয়ের সেই ছবি শেয়ার করলেন সুদীপ্তা
স্টুডিয়োতে মেয়ের নানা মুহূর্তের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
সুদীপ্তা চক্রবর্তীর একরত্তি কন্যা শাহিদা নীরা শেষ করল তার ডাবিং সেশন। বাবার পাশে বসে স্টুডিয়োতে পৌঁছয় সে। তারপর শুরু হয় তার ডাবিং। স্টুডিয়োতে মেয়ের নানা মুহূর্তের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
সম্প্রতি বৌদ্ধায়ন মুখোপাধ্যায়ের সঙ্গে একটি বিজ্ঞাপনের কাজ করে শাহিদা। ছবি শেয়ার করে সুদীপ্তা বলেন, “প্রিয় বুদ্দি মামার গাইডেন্সে ও সাহায্যে ডাবিং করল শাহিদা। ছবিতে দেখতেই পাচ্ছেন, আড়া ঘোড়া হয়েছেন বুদ্দি মামা।” ছবি দেখলেই স্পষ্ট বোঝা যাচ্ছে, ডাবিংয়ের এই কাজ দারুণ উপভোগ করেছে ছোট্ট শাহিদা।
ইতিমধ্যেই একটি ছবিতে অভিনয় করে ফেলেছেন শাহিদা। নাম ‘সার্চিং ফর হ্যাপিনেস’। এই ছবিতেই প্রথমবার অভিনয় করেছে শাহিদা। ডেবিউ ছবিতে অন-স্ক্রিন মা হিসেবেও শাহিদা পেয়েছেন সুদীপ্তাকেই। আর প্রথম ছবিতেই বাজিমাত করেছেন শাহিদা। সেরা শিশু শিল্পীর পুরস্কার পেয়েছে ওয়াশিংটন ডি সি এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে।
‘সার্চিং ফর হ্যাপিনেস’ পরিচালনা করেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক সুমন ঘোষ। তিনিই প্রথম খবরটি শেয়ার করেছেন নিজের ওয়ালে। তাঁরই ক্যাপশন ও ছবি শেয়ার করেছেন সুদীপ্তা। লিখেছেন, “এই সুন্দর খবরটা দিয়ে আমার দিনটা আজ শুরু হয়েছে…” তারপর সুমন ঘোষ যা লিখেছেন, তারই উল্লেখ করেছেন সুদীপ্তা।
সুমন লিখেছেন, “খুব ভাল লাগছে যে আমার ছোট্ট শাহিদা ওয়াশিংটন ডি সি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা শিশু শিল্পীর পুরস্কার জিতে নিয়েছে…” সিনেমার শুটিংয়ের সময়কার একটি ছবিও শেয়ার করেছেন সুমন। সেই প্রসঙ্গেও লিখেছেন, “শাহিদাকে আরও একটি সিনে অভিনয় করতে রাজি করাচ্ছিলাম।”
মেয়ে শাহিদা প্রথম অ্যাওয়ার্ড পেয়েছে, বিষয়টি দারুণ উপভোগ করছেন সুদীপ্তা। TV9 বাংলাকে তিনি বলেছেন, “আমি খুবই মজা পেয়েছি। আমাকে সুমন বলেছে ফ্যাস্টিভ্যাল ডিরেক্টর ওর পারফরম্যান্সে খুব খুশি হয়েছেন।”
ছবির শুটিংয়ের সময় শাহিদার বয়স ছিল সাড়ে ৩। এখন তাঁর বয়স সাড়ে ৫। মাঝে লকডাউনে অন্যান্য বাচ্চাদের মতোই বাড়িতে আটকা পড়েছিল শাহিদা। যদিও সুদীপ্তা তাঁর মন ভাল করার আপ্রাণ চেষ্টা করেছেন। তাঁকে নানারকম নাচ, গান, আবৃত্তির মধ্যে রেখেছেন। সেগুলি পোস্টও করেছেন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি মা, বাবা ও পরিবারের সকলের সঙ্গে উত্তর ভারতে বেড়াতে গিয়েছিলেন শাহিদা। প্রথম পাহাড় ভ্রমণ, প্রথম তিস্তার সঙ্গে দেখা… আর কলকাতায় ফিরেই প্রথম অ্যাওয়ার্ড!