Gold-Silver Rate: রেকর্ড বাড়ল দাম, সোনার থেকেও বেশি দামি হয়ে যাবে রুপো? আজকের দর কত, দেখে নিন
Gold Price in Kolkata on 11 December 2025: চলতি বছরের শুরু থেকে সোনার দাম তো বাড়ছিলই। এবার সোনার দাম কিছুটা নিয়ন্ত্রণে এলেও, হু হু করে বাড়ছে রুপোর দাম। এখন যাদের সোনা বা রুপোর গহনা কেনার পরিকল্পনা, তাদের কত খরচ পড়বে?

কলকাতা: সোনার থেকেও দামি হয়ে যাবে রুপো? ঊর্ধ্বমুখী দাম দেখে এখন এটাই শঙ্কা। চলতি বছরের শুরু থেকে সোনার দাম তো বাড়ছিলই। এবার সোনার দাম কিছুটা নিয়ন্ত্রণে এলেও, হু হু করে বাড়ছে রুপোর দাম। এখন যাদের সোনা বা রুপোর গহনা কেনার পরিকল্পনা, তাদের কত খরচ পড়বে, দেখে নিন-
২৪ ক্যারেট সোনার দাম-
আজ, ১১ ডিসেম্বর ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১৩ হাজার ২০ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ৩০ হাজার ২০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১৩ লক্ষ ২ হাজার টাকা। একদিনে ১১০০ টাকা দাম কমেছে সোনার।
২২ ক্যারেট সোনার দাম-
আজ ২২ ক্যারেটের সোনার দামও কমেছে। ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১১ হাজার ৯৩৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ১৯ হাজার ৩৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ১১ লক্ষ ৯৩ হাজার ৫০০ টাকা। ১০০০ টাকা দাম কমেছে সোনার।
১৮ ক্যারেট সোনার দাম-
আজ ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৯ হাজার ৭৬৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ পড়বে ৯৭ হাজার ৬৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৯ লক্ষ ৭৬ হাজার ৫০০ টাকা। একদিনে ৮০০ টাকা দাম কমেছে।
রুপোর দাম-
সোনার দাম যেখানে নিম্নমুখী, সেখানেই চড়চড়িয়ে বাড়ছে রুপোর দাম। আজ ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ২০ হাজার ১০০ টাকা। ১ কেজি রুপোর দাম আজ পড়বে ২ লক্ষ ১ হাজার টাকা। একদিনে ২ হাজার টাকা দাম বেড়েছে।
