Hooghly: নিখোঁজ ভোটারের নামের তালিকা বুথে টাঙিয়েছিলেন, আর তাতেই মূল্য চোকাতে হল BLO-কে, যা হল… ভয়ে কাঁটা তিনি
Hooghly BLO: অভিযোগ, দিন দুয়েক আগে শ্রীরামপুর মহকুমা শাসক দফতরে বিএলও-দের নিয়ে বৈঠকে চাঁপদানির বিএলওকে চড় মারেন AERO অভিজিৎ দাস। ওই বিএলও যে বুথে এসআইআর এর কাজ করেছেন, সেখানে কয়েকজন ভোটারকে খুঁজে পাওয়া যায়নি।নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী নিখোঁজ ভোটারদের নামের তালিকা সংশ্লিষ্ট বুথের বিভিন্ন জায়গায় পাবলিক নোটিস আকারে ঝুলিয়ে দেন বিএলও।

হুগলি: বিএলও দের উপর চাপ মানসিক চাপের অভিযোগ তো ছিলই, এবার চাঁপদানির এক বিএলও-কে চড় মারার অভিযোগ উঠল। বিএলও অধিকার রক্ষা কমিটি এই খবর পেয়ে ওই বিএলও-র সঙ্গে দেখা করে।তাকে আশ্বস্ত করেন কমিটির সদস্যরা। হুগলি চাঁপদানি বিধানসভার ১১১ নম্বর বুথের বিএলও লালু নিয়া। তিনি বৈদ্যবাটি কল্পনা বসু বয়েজ অ্যাকাডেমি স্কুলের শিক্ষক।
অভিযোগ, দিন দুয়েক আগে শ্রীরামপুর মহকুমা শাসক দফতরে বিএলও-দের নিয়ে বৈঠকে চাঁপদানির বিএলওকে চড় মারেন AERO অভিজিৎ দাস। ওই বিএলও যে বুথে এসআইআর এর কাজ করেছেন, সেখানে কয়েকজন ভোটারকে খুঁজে পাওয়া যায়নি।নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী নিখোঁজ ভোটারদের নামের তালিকা সংশ্লিষ্ট বুথের বিভিন্ন জায়গায় পাবলিক নোটিস আকারে ঝুলিয়ে দেন বিএলও। তাঁর নিজের মোবাইল নম্বর সেখানে লিখে রাখেন। যাতে খুঁজে না পাওয়া ভোটাররা যদি সেই পাবলিক নোটিস দেখতে পান এবং যোগাযোগ করেন।
সেই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়।আর এতেই অসন্তুষ্ট হন কমিশনের আধিকারিক।একজন বিএলও যিনি হাই স্কুলের শিক্ষক, তাঁকে চড় মারা হয়েছে জানতে পেরে ওই শিক্ষকের সঙ্গে দেখা করেন বিএলও অধিকার কমিটির সদস্য শিক্ষকরা।যারা ইতিমধ্যে কমিশন অফিসের সামনে বিএলও দের উপর অত্যধিক মানসিক চাপের অভিযোগ তুলে আন্দোলন চালাচ্ছেন।
শিক্ষক নেতা শুভেন্দু গড়াই বলেন, “কোনও একটা রিপোর্ট সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে সেই কারণে ওই বিএলও-কে সবার সামনে সপাটে চড় মারা হয়েছে। আমরা এটা শুনে বি এল অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে ওনার পাশে দাঁড়াতে এসেছি রাজ্য নেতৃত্বের নির্দেশে। ওঁকে অফিসে ডেকে মানসিক চাপ দেওয়া হচ্ছে। ভয় দেখানো হচ্ছে বলা হচ্ছে, কাজ ঠিকমতো না করতে পারলে ওঁর বিরুদ্ধেও এফআইআর করবে, এসব বলা হচ্ছে। শিক্ষক ভয়ে রয়েছেন। প্রয়োজনে আবারও আমরা ঘেরাও অবস্থান বিক্ষোভ করব।” হুগলি জেলার অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) তরুণ কুমার ভট্টাচার্য জানান, কী হয়েছে বিষয়টি খোঁজ নিতে হবে।
