AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Weather: আবার বদলে যাচ্ছে আবহাওয়া, বড়দিনে কতটা শীত পাবেন?

West Bengal, Kolkata Weather Report: হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। আগামী কয়েক দিন পশ্চিমের জেলাগুলিতে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। আর উপকূলের জেলা যেমন-পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস। উপকূল সংলগ্ন এলাকাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় দৃশ্যমানতা সামান্য কমবে

West Bengal Weather: আবার বদলে যাচ্ছে আবহাওয়া, বড়দিনে কতটা শীত পাবেন?
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Dec 11, 2025 | 10:30 AM
Share

কমলেশ চৌধুরী ও সৌভিক সরকারের রিপোর্ট

কলকাতা: আগামী কয়েকদিনে শীতের আমেজে বদল নেই। আজও ১৫ ডিগ্রির ঘরে কলকাতার পারদ। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, এক ডিগ্রি বা দু’ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করতে পারে। বইবে উত্তুরে হাওয়া। হাওয়া অফিস বলছে, আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। দমদমের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। আর ১০.৪ ডিগ্রিতে শ্রীনিকেতনের পারদ। আগামী ৪-৫ দিন মৃদু শীত বজায় থাকবে। বড়দিনে কি তাপমাত্রা বাড়বে? কী বলবে হাওয়া অফিস?

হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। আগামী কয়েক দিন পশ্চিমের জেলাগুলিতে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। আর উপকূলের জেলা যেমন-পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস। উপকূল সংলগ্ন এলাকাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় দৃশ্যমানতা সামান্য কমবে। তবে ঘন কুয়াশার কোনও সতর্কবার্তা নেই। সাতদিন উত্তুরে হাওয়ায় শীতের আমেজ থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪৭ থেকে ৯০ শতাংশ।

উত্তরবঙ্গেও তাপমাত্রার বড়সড় কোনও আপডেট নেই। দার্জিলিঙে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। পার্বত্য এলাকায় ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। উত্তরবঙ্গের আর মালদহ সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মতো জেলাতে ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের। তাপমাত্রার খুব বেশি তারতম্য হবেনা।

গোটা রাজ্যেই থাকবে পরিষ্কার আকাশ। সকালে হালকা কুয়াশা থাকবে। তবে বৃষ্টির কোনও সম্ভবনা নেই। সকাল-সন্ধ্যে শীতের আমেজ বজায় থাকবে।