AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal News Today Live: আজই এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ

| Updated on: Dec 11, 2025 | 9:26 AM
Share

Breaking News in Bengali Live Updates:উত্তরবঙ্গের কোচবিহারের পর বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগরে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নজর থাকবে সেদিকেও। অপরদিকে, ভোটের পারদ যখন চড়ছে, সেই সময় আবার খবর শেখ শাহজাহান। গতকাল তাঁর একটি মামলার সাক্ষ্য দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হন অন্যতম সাক্ষী। তারপর থেকেই আলোচনার কেন্দ্র বিন্দুতে। আজ সারাদিন ঠিক কী কী ঘটল? চোখ রাখুন লাইভে।

West Bengal News Today Live: আজই এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ
নির্বাচন কমিশনImage Credit: TV9 Bangla

LIVE NEWS & UPDATES

  • 11 Dec 2025 09:26 AM (IST)

    আজই কৃষ্ণনগরে সভা রয়েছে মমতার

    1. কৃষ্ণনগরের গর্ভমেন্ট কলেজের মাঠে জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুপুর ১২টায় হবে সভা
    2. হাওড়ার ডুমুরজোলা থেকে হেলিকপ্টারে করে মমতা যাবেন কৃষ্ণনগরে
    3. জেলার উন্নয়ন নিয়ে প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি
    Mamata Banerjee claims there is planning to topple the govt

    মমতা বন্দ্যোপাধ্যায়

  • 11 Dec 2025 09:21 AM (IST)

    ১১টা থেকে রাজ্যপালের বৈঠক BLO-দের সঙ্গে

    1. বিএলও দের সঙ্গে কথা বলতে রাজভবনে ডাকলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
    2. বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টা নাগাদ রাজ্যপাল বিএলওদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
    3. SIR নিয়ে তথ্য জানতে চেয়েই ডেকে পাঠিয়েছেন বলে রাজভবন সূত্রের খবর।

    Image (42)

বাংলায় চলছে এসআইআর এর কাজ। আজ এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। আগামী ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন। একটা করে দিন কাটছে আর ভোটের তোড়জোড় শুরু হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গের কোচবিহারের পর বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগরে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নজর থাকবে সেদিকেও। অপরদিকে, ভোটের পারদ যখন চড়ছে, সেই সময় আবার খবর শেখ শাহজাহান। গতকাল তাঁর একটি মামলার সাক্ষ্য দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হন অন্যতম সাক্ষী। তারপর থেকেই আলোচনার কেন্দ্র বিন্দুতে। আজ সারাদিন ঠিক কী কী ঘটল? চোখ রাখুন লাইভে।

Published On - Dec 11,2025 9:17 AM