কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে সন্তান, গোবিন্দা-সুনীতার জীবনের ভয়ানক রাত
ভাল মন্দ মিশিয়ে জীবনে শত যন্ত্রণা সহ্য করলেও মুখের হাসি কখনও ম্লান হয়নি তাঁর। জানেন কি এই দুঃসময় তাঁর জীবনে নতুন বা বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়, পরিবারে পরপর ১১ জনের মৃত্যু! সম্পূর্ণ তছনছ হয়ে যায় তাঁর জীবন। এর মধ্যে রয়েছে তাঁর কোলের সন্তানও। আর কারা? জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে।

আটের দশকের সুপারস্টার তিনি। এই মুহূর্তে বড় পর্দায় খুব একটা দেখা না গেলেও তাঁর অনুরাগীর সংখ্যা কিন্তু সেভাবে কমেনি। এখনও তাঁকে ঘিরে চর্চা তুঙ্গে। সম্প্রতি সুনীতা আহুজার সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘিরেও জল্পনা জায়গা করে নেয় বলিপাড়ার অন্দরমহলে। ভাল মন্দ মিশিয়ে জীবনে শত যন্ত্রণা সহ্য করলেও মুখের হাসি কখনও ম্লান হয়নি তাঁর। জানেন কি এই দুঃসময় তাঁর জীবনে নতুন বা বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়, পরিবারে পরপর ১১ জনের মৃত্যু! সম্পূর্ণ তছনছ হয়ে যায় তাঁর জীবন। এর মধ্যে রয়েছে তাঁর কোলের সন্তানও। আর কারা? জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে।
বেশ কিছু বছর আগে এক সাক্ষাৎকারে গোবিন্দা নিজেই জানান এই কথা। তিনি বলেন, “১১ জন প্রয়াত হয়েছিলেন আমাদের পরিবারে। আমার মেয়েটাও মারা যায়।” মেয়ের বয়স তখন ৩ মাস। প্রি-ম্যাচিওর ছিল সে, অনেক চেষ্টা করেও শেষরক্ষা হয়নি। জন্মের কিছুদিন পরেই মৃত্যু হয় তাঁর। এখানেই শেষ নয়, বাবা-মা থেকে শুরু করে দুই ভাই, এক বোন তাঁর স্বামীকেও হারান গোবিন্দা। ভাই-বোনদের সন্তানদের দায়িত্ব এসে পড়ে তাঁর কাঁধে।
না, দায়িত্ব থেকে পালিয়ে যাননি গোবিন্দা। তাঁদের পাশে থাকেন। তাঁর ভাগ্নে কৃষ্ণা অভিষেক টেলিভীষণ দুনিয়ায় বেশ পরিচিত নাম। তাঁর আর এক ভাগ্নি রাগিনী খান্নাও বলিউডে বেশ নাম করেছেন। দুই ছেলে মেয়েকে নিয়ে গোবিন্দাও সুখে আছেন। তবু অতীত এখনও তাঁকে বিধ্বস্ত করে মাঝেমধ্যে। মনে পড়ে যায় হারিয়ে ফেলা মানুষদের কথা। এমনকি সম্প্রতি এই একই স্মৃতিতে ফেরেন তাঁর স্ত্রী সুনীতা। সন্তান হারানোর শোকে ডোবেন। বলেন, ”আমার দ্বিতীয় কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করে, তখন ও প্রিম্যাচিওর বেবি ছিল। তিন মাসের জন্যে ও আমাদের কাছে ছিল। তবে ওর ফুসফুসের গঠন সঠিকমাত্রায় হচ্ছিল না। আচমকা এক রাতে ও ঠিক করে শ্বাস নিতে পারছিল না। আমার হাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। খুব কঠিন সময় ছিল ওটা আমার জন্যে।”
