একটি নয়, একবারে দু’দুটি খুশির খবর দিলেন পরিচালক রাজ চক্রবর্তী। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে একই দিনে ঘোষণা করলেন তাঁর বহুদিন ধরে আটকে থাকা দু’দুটি ছবির মুক্তির তারিখ। প্রথমটি হাবজি গাবজি ও দ্বিতীয়টি ধর্মযুদ্ধ। হাবজি গাবজি মুক্তি পাচ্ছে ৩ জুন ও ধর্মযুদ্ধ মুক্তি পাচ্ছে ১২ অগস্ট।
এর আগে ঠিক ছিল জানুয়ারিতে মুক্তি পাবে ধর্মযুদ্ধ। ঘোষণাও হয়ে গিয়েছিল সব কিছু। যদিও করোনার তৃতীয় ঢেউয়ের কারণে তা ভেস্তে যায় মাঝপথে। নতুন মুক্তির তারিখে কেন ধর্মযুদ্ধ আগে রিলিজ করছেন না রাজ? কেন হাবজি-গাবজিকেই বেছে নিলেন প্রথমে? এ ব্যাপারে মুখ খুললেন টিভিনাইন বাংলার কাছে। রাজের কথায়, “জুন মাসে বাচ্চাদের গরমের ছুটি থাকে। আর হাবজি গাবজি যেহেতু মূলত এক বাচ্চাকে কেন্দ্র করে সামাজিক মেসেজ, সেই কারণেই ওই সময়টা বেছে নেওয়া হয়েছে। অন্যদিকে ধর্মযুদ্ধের মধ্যে এক অন্য রকমের বার্তা রয়েছে। অত্যন্ত স্পর্শকাতর এক টপিক। তাই স্বাধীনতা দিবসের কিছু আগেই মুক্তির দিন হিসেবে বেছে নেওয়া হয়েছে ওই ছবি।”
ওই দুটি ছবিতেই মুখ্য ভূমিকায় দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। কিছু দিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন রাজ-শুভশ্রী। তবে এখন আবারও সুস্থ তাঁরা। দুজনেই কাজে ফিরেছেন। রাজের বাড়তি দায়িত্ব বিধায়ক পদ। তবে এ সবের মধ্যেই বহুদিন পর ছবি মুক্তির আনন্দে উচ্ছ্বসিত পরিচালক। আর মাত্র মাস কয়েকের অপেক্ষা।