Viral Video: মুখ ফসকে এ কি বললেন অঙ্কুশ! বিছানায় জাপটে ধরে চুমুতে ভরিয়ে দিলেন ঐন্দ্রিলাকে

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Mar 31, 2022 | 11:01 AM

Ankush-Oindrila: জন্মদিনের শুভেচ্ছা এভাবেও জানানো যায়! ভিডিয়ো দেখে অবাক নেটদুনিয়া, এ কী করলেন অঙ্কুশ ঐন্দ্রিলার সঙ্গে!

Viral Video: মুখ ফসকে এ কি বললেন অঙ্কুশ! বিছানায় জাপটে ধরে চুমুতে ভরিয়ে দিলেন ঐন্দ্রিলাকে

Follow Us

ঐন্দ্রিলা ও অঙ্কুশের কেমিষ্ট্রি, এক কথায় বলতে গেলে টলিউডের এই পাওয়ার কপিলকে নিয়ে নিত্য সামনে আসা নানা মজার কাহিনীতেই মেতে থাকতে বেশি পছন্দ করে সকলে। আর প্রসঙ্গ যখন ঐন্দ্রিলার জন্মদিন তখন বলাই বাহুল্য স্পেশাল কোনও উপহার নিয়ে হাজির হবেন অঙ্কুশ। কমিট টাইম ও মজার ভিডিয়োর জন্য বারে বারে ভাইরাল তকমা পেয়ে থাকেন অঙ্কুশ হাজরা। বারে বারে নিজেকে দর্শকদরবারে এমনভাবে পেশ করেন যা দেখে না হেসে উপায় থাকে না। আর এবার ঐন্দ্রিলার জন্মদিনেও তার ব্যতিক্রম ঘটল না।

না এবার আর ঘুরতে গিয়ে জন্মদিন সেলিব্রেশন নয়। টলিউডের এই জুটি ঘুরতে যেতে বেশ পছন্দ করেন। দেখতে দেখতে ১১ বছর হল তাঁদের সম্পর্ক, ১০ বছরের মাথায় পর্দায় প্রথম জুটি বেঁধে এসেছিলেন তাঁরা, নতুন ছবি ম্যাজিক উপহার দিয়েছিলেন দর্শকদের। কেটে গেল আরো একটা বছর। এবার ঐন্দ্রিলাকে শুভেচ্ছা জানালেন তিনি মধ্যরাতেি। বিছানায় জাপটে ধরে খুব সুন্দরভাবে শুরু হয়েছিল শুভেচ্ছা জানানো পর্ব, মুহূর্তে ঐন্দ্রিলা অঙ্কুশের ঠোঁটে হয়ে গেল গরিলা, আর তখন থেকেই শুরু হল হাসির রোল।

এরপর রীতিমত ঐন্দ্রিলাকে আস্টে পিস্টে জড়িয়ে ধরে চুমুতে ভরিয়ে দিলেন অঙ্কুশ। ভালবাসার দাপটে অতিষ্ট হয়ে উঠলেন ঐন্দ্রিলা, দেখে হেসে লুটোপুটি ভক্তমহল। ঐন্দ্রিলার এই রূপ দেখে অবাক নেটপাড়া। নিজের সোশ্যাল মিডিয়ায় এমনই ভিডিো শেয়ার করে শুভেচ্ছা জানালেন অঙ্কুশ তাঁর প্রেমিকাকে। মুহূর্তে কমেন্ট বক্স ভরে উঠল শুভেচ্ছা বার্তায়। ঐন্দ্রিলাকে সকলেই জানালেন শুভেচ্ছা। জন্মদিনে এমন উপহার পেয়ে খুব একটা অবাক যদিও নন তিনি। কারণ এই জুটির সোশ্যাল মিডিয়ার পাতায় যদি কেউ নিত্য চোখ রাখে তবে মাঝে মধ্যেই মিলবে এমন হাজার হাজার পোস্ট, যেখানে দুজনের মজার কাণ্ড সকলকে হাসিয়ে ছাড়বে। বর্তমানে এই ভিডিয়ো-তেই মজে রয়েছে সেলেব জুটির ফ্যানেরা।

আরও পড়ুন- Viral Photo: ‘পোশাক না খুলেও সেলেব হওয়া যায় মা’, কেন হঠাৎ সোলাঙ্কিকে উপদেশ নেটপাড়ার?

আরো পড়ুন- RRR Controversy: বক্সঅফিসে ৫০০ কোটির ঝড়, ৯ কোটি পকেটে পুরেও মুখ ভার আলিয়ার

আরও পড়ুন- Social Media Troll: মুখ ফিরিয়েছে বলিউড, বয়সের ছাপ ভুলে হট পোজ়, ব্যাপক ট্রোলের শিকার আমিশা