সেলেব মানেই ফিটনেস ফান্ডা। সেলেব মানেই শরীরকে ধরে রেখে ক্যামেরায় কীভাবে নিজেকে পারফেক্ট লুক দেোয়া যায় তার চিন্তা। ভক্তরা অন্তত তাই মনে করেন। তবে সব ক্ষেত্রে এই কথা সত্যি নিয়। কারণ ছকভাঙা ডায়েটেও অনেকের নজর থাকে আটকে। প্রসঙ্গে এবার মিমি চক্রবর্তী। টানটান ফিগার, সঙ্গে ত্বকের জেল্লা বা লালিত্য, এক কথায় মুগ্ধ ভক্তমহল। মিমির বোল্ড লুকে নজর কাড়লেও কোথাও গিয়ে যেন এই সেলেবের সহজ সরল পোস্টে বারে বারে ফিরে আসে নানা মজার কাহিনী।
এবারও তার ব্যতিক্রম ঘটল না। সোশ্যাল মিডিয়ায় হোক বা প্রকাশ্যে কোনও সাক্ষাৎকারে, বারে বারে নিজের ফিটনেট নিয়ে কথা বললেও তিনি বুঝিয়ে দিতে পিছু পা হন না যে, শরীর চর্চায় ঠিক কতটা সতর্ক তিনি। তবে খেতে বেশ পছন্দ করেন মিমি চক্রবর্তী। তাই তাঁর সোশ্যাল পোস্টে মাঝে মধ্যে মেলে নানা খাবারের ছবি। কড়া ডায়েটের সঙ্গে তাল মিলিয়ে মনের স্বাদ মেটাতে, একটা করে চিট ডে সকলেই রেখে থাকেন। তা হলে সপ্তাহের ৫ দিনই চিট ডে! এটা মেনে নিতে পারলেন না অনেকেই।
তবে এমনটাই ঘটিয়ে এবার ভাইরাল মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় ডেসার্ট খাওয়ার ভিডিও শেয়ার করতেই তা নজরে এলো সকলের। চোখে মুখে ফুঁটে উঠল মিমির প্রশান্তির ছবি। তবে কোথাও গিয়ে যেন এই কথা মেনে নিতে নারাজ নেটপাড়া। সত্যি কি ৫ দিনই নিয়ম ভেঙে এভাবেই খাবারের মজা নিয়ে থাকেন সেলেব! কেউ লিখলেন ডিলিসিয়াস, কেু আবার লিখলেন, আপনার খাওয়া দেখে আমার ব্রাউনির প্রতি ক্রেভিং হচ্ছে। কেউ কেউ আশ্বাস দিয়ে জানালো, তুমি ভালই রোগা, খেলে কিছুই হবে না। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় মিমি চক্রবর্তী। ভক্তের সংখ্যাও নেহাতি কম নয়। এবার ভক্তদের জন্য মন-পসন্দ ভিডিও শেয়ার করে নজর কাড়লেন তিনি।
আরও পড়ুন- Viral Photo: ‘পোশাক না খুলেও সেলেব হওয়া যায় মা’, কেন হঠাৎ সোলাঙ্কিকে উপদেশ নেটপাড়ার?
আরো পড়ুন- RRR Controversy: বক্সঅফিসে ৫০০ কোটির ঝড়, ৯ কোটি পকেটে পুরেও মুখ ভার আলিয়ার
আরও পড়ুন- Social Media Troll: মুখ ফিরিয়েছে বলিউড, বয়সের ছাপ ভুলে হট পোজ়, ব্যাপক ট্রোলের শিকার আমিশা