Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rukmini Maitra: ক্ষুধার্ত রুক্মিনী! আঙুলের আংটি দেখে খিদে পেয়ে গেল অভিনেত্রীর!

গত মাসে ২৭ তারিখ ছিল দেবের প্রিয়তমার জন্মদিন। শুভেচ্ছাবার্তায় সাংসদ-অভিনেতা উজাড় করে দেন ভালবাসা।

Rukmini Maitra: ক্ষুধার্ত রুক্মিনী! আঙুলের আংটি দেখে খিদে পেয়ে গেল অভিনেত্রীর!
রুক্মিণী মৈত্র। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 11, 2021 | 11:25 AM

টলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী তিনি। তার উপর তিনি সাংসদ-অভিনেতার প্রেমিকা। রুক্মিনী মৈত্র। নায়িকা সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ। নিজের জীবনের টুকরো মুহূর্ত পোস্টে শেয়ার করতে থাকেন রুক্মিনী। গতকাল অর্থাৎ শনিবার ছিল দেবের ম্যানেজার সায়ন্তুন রায়ের বিয়ে। উপস্থিত ছিলেন রুক্মিনী-দেব দু’জনেই। দেব নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্টও করেছেন সদ্য বিবাহিত যুগলের সঙ্গে ছবি। ক্যাপশনে লিখেছেন ‘ভাইয়ের বিয়ে’।

ছবিতে দেব পরেছিলেন কালো রঙের স্যুট। রুক্মিনীর পরনে ছিল পার্পেল রঙের সারারা। ভরাট হাসি লেগে রয়েছে দেব-রুক্মিনীর ঠোঁটে। রুক্মিনী কোনও ছবি না পোস্ট করলেও এক মজাদার ইনস্টা স্টোরি পোস্ট করেছেন। ছোট্ট সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে নিজের হাতের আংটি দেখাচ্ছেন রুক্মিনী। ক্যাপশনে লিখেছেন, ‘এটা কি শুধু আমাকে না আপনাদেরও ক্ষুধার্ত করে তুলছে?’ হ্যাশট্যাগে জুড়ে দিয়েছেন ক্রেভিং বরফি।

রুক্মিনীর আঙুলেক সেই আংটি।

 

ভিডিওতে রুক্মিনীর আঙুলে যে-ই আংটি দেখা যাচ্ছে, তাতে রয়েছে ৯ টি মুক্তো এবং তা সাাজানো একেবারে বরফি আকারে। প্রথমবার দেখার পরে বিভ্রান্ত হওয়ার সম্ভবনাও রয়েছে। এবং সে কারণেই এমন প্রশ্ন মনে এসেছে নায়িকার!

 

 

 

গত মাসে ২৭ তারিখ ছিল দেবের প্রিয়তমার জন্মদিন। শুভেচ্ছাবার্তায় সাংসদ-অভিনেতা উজাড় করে দেন ভালবাসা। প্রেমিকার সঙ্গে ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘হ্যাপি বার্থডে লভ, উইশ ইউ লটস অ্যান্ড লটস অফ লভ, লাক অ্যান্ড লাইফ ফুল অফ হ্যাপিনেস। কিপ বিয়িং দ্য সানশাইন দ্যাট ইউ আর অলওয়েজ’। ছবিতে রুক্মিণীর হাতে ধরা বার্থডে কেক। রং মিলিয়ে পোশাক পরেছেন দু’জনে। রুক্মিণীর কেক কাটার পর্ব সারা। গালে লেগে ছিল সেই কেকের অংশ।

 

আরও পড়ুন Euphoria: ইউফোরিয়ার গান শোনা যায় না কেন? ‘ওরা সবটা কিনে নিল…’, বিস্ফোরক পলাশ সেন