Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Churni Gangopadhyay Birthday: শিশুদিবসে জন্ম চূর্ণীর; ছেলে উজান লিখলেন, ‘শিশু হিসেবে তুমি আমার জায়গাটা নিয়েছ…’

Children's Day: সকলেই জানেন চূর্ণী একজন দক্ষ অভিনেত্রী এবং একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক। কাকতালীয়ভাবে তিনি জন্মেছেন শিশুদিবসে। চূর্ণীর জন্মদিনে হৃদয় দিয়ে কিছু কথা লিখেছেন তাঁর পুত্র উজান।

Churni Gangopadhyay Birthday: শিশুদিবসে জন্ম চূর্ণীর; ছেলে উজান লিখলেন, 'শিশু হিসেবে তুমি আমার জায়গাটা নিয়েছ...'
শিশুদিবসেই জন্ম চূর্ণীর...
Follow Us:
| Edited By: | Updated on: Nov 14, 2022 | 5:28 PM

অভিনেতা উজান গঙ্গোপাধ্যায় অভিনীত দুটি ছবি মুক্তি পেয়েছে। ডেবিউ ছবির নাম ‘রসগোল্লা’। প্যানডেমিকের আগে মুক্তি পেয়েছিল সেই ছবি। তারপর করোনাকাল আসার আগে শুটিং শেষ করেছিলেন বাবা কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘লক্ষ্মী ছেলে’র। তিনি সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ব সাহিত্যে ডিসটিংশন নিয়ে পাশ করেছেন মাস্টার্স। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র উজান গঙ্গোপাধ্য়ায়ের কৃতি মা চূর্ণী গঙ্গোপাধ্যায়ের আজ জন্মদিন। সকলেই জানেন চূর্ণীও একজন দক্ষ অভিনেত্রী এবং একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক। কাকতালীয়ভাবে তিনি জন্মেছেন শিশুদিবসে। চূর্ণীর জন্মদিনে হৃদয় দিয়ে কিছু কথা লিখেছেন তাঁর পুত্র উজান।

সারাজীবন স্বামী কৌশিক ও ছেলে উজানের জন্য অনেক আত্মত্যাগ করেছেন চূর্ণী। দ্বিতীয়বার না ভেবে মুম্বইয়ে তাঁর অভিনয় কেরিয়ার ত্যাগ করেছিলেন অল্প বয়েসে। কারণ ছিল, কলকাতায় পরিবারের সঙ্গে থেকে মন দিয়ে সংসার করবেন এবং ছেলেকে মনের মতো মানুষ করবেন। ছেলেও তৈরি হয়েছেন মায়ের মনের মতো। মায়ের আত্মত্যাগের কথা তিনি স্বীকার করেন একবাক্যে। যেমন ব্যক্ত করেছেন তাঁর এই পোস্টে।

চূর্ণী এবং উজান…

উজান ইংরেজিতে যা লিখেছেন, তাঁর সারমর্ম এই:
“এটা একেবারেই অস্বাভাবিক ব্যাপার নয় যে, তোমার জন্মদিন শিশুদিবসে। কার্শিয়াংয়ের ডাওহিলে তোমার পুতুলখেলার দিনগুলোর মতোই তুমি ছোট্ট এবং খুদে। নির্দ্বিধায় বলাই যায়, শিশু হিসেবে তুমি আমার জায়গাটা নিয়ে নিয়েছিলে অনেক আগেই। আজ ১৪ নভেম্বর। আজকের দিনটা অনেক বড় এই ছেলেটার কাছে, যে তোমার স্বপ্ন নিয়ে বাঁচে। সেই ছোট্ট ছেলেটা, যাকে তুমি অক্সফোর্ডের চতুষ্কোণ বাগান পর্যন্ত পথ দেখিয়েছ। সেই বাগানের বিরাট ওক গাছের নীচে যখন তোমাকে আমি আলিঙ্গন করি, মনে হয় তোমার প্রত্যেক আত্মত্যাগের মূল্য আমাকে দিতে হবেই। তুমি যখন মুখ তুলে তোমার গোলাপি আঙুল দিয়ে আমার গাল স্পর্শ করে হাসতে থাক, মনে হয় তোমাকে ঘিরেই আমার সব অনুপ্রেরণা।
প্রত্যেকটা দিন আমি ভাবতে থাকি কীভাবে তোমাকে আরও গর্বিত করে তুলব। তোমার সব উপদেশকে আমি মাথা পেতে নিই। শুভ জন্মদিন মাম্মাম…”

অল্প বয়সে মুম্বইকে আলবিদা জানিয়ে ফিরে এসেছিলেন নিজের শহরে ঠিকই। কিন্তু সেই মুম্বইতেই ফের ডাক পেয়েছেন চূর্ণী। মাস খানেক আগে করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে অভিনয় করেছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। সেই ছবিতে চূর্ণীর সহকর্মীরা হলেন আলিয়া ভাট, রণবীর সিং, ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজ়মিরা।