Ghorer Bioscope: ‘এই ধরনের অ্যাওয়ার্ড আসলে…’, ঘরের বায়োস্কোপে এসে কী বললেন রুদ্রনীল?
Ghorer Bioscope: সেরার সেরা সম্মানে সম্মানিত হয়েছিলেন বাছাই করা কিছু ব্যক্তিত্ব। মূলত ওটিটি ও টেলিভিশনের সঙ্গে সংযুক্ত সেরাদেরই বেছে নেওয়া হয়েছিল।
TV9 Bangla ঘরের বায়োস্কোপ ২০২৩ অ্যাওয়ার্ডে হাজির ছিলেন বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। ব্যস্ত রুটিন ফেলে সামিল হয়েছিলেন অনুষ্ঠানে। তারায় ভরা আষাঢ় মাসে শহরের পাঁচতারায় হাজির হয়েছিলেন এই তারকাও। টিভিনাইন বাংলার নতুন পদক্ষেপ। প্রথম বছরেই সাড়া জাগানো এই অনুষ্ঠানকে ঘিরে কী বললেন রুদ্রনীল? তাঁর কথায়, “যাঁরাই এই প্ল্যাটফর্মে নিয়মিত কাজ করেন, একটি মূল্যবান চ্যানেল থেকে এই ধরনের অ্যাওয়ার্ড তাঁদের অনুপ্রাণিত করে। এর পর আরও ভাল কাজ করার অনুপ্রেরণাও পায়।” অভিনেতা যোগ করেন, “তাই তাঁরা যেমন উত্তেজিত, ঠিক আমরাও তেমনটাই উত্তেজিত। দেখা হবে ভাল কাজগুলো জানা হবে।”
সেরার সেরা সম্মানে সম্মানিত হয়েছিলেন বাছাই করা কিছু ব্যক্তিত্ব। মূলত ওটিটি ও টেলিভিশনের সঙ্গে সংযুক্ত সেরাদেরই বেছে নেওয়া হয়েছিল। শুধু রুদ্রনীল ঘোষই নন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে দেব, পরমব্রত চট্টোপাধ্যায় থেকে আবির চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়, শুভশ্রী, সোহম, সৃজিত মুখোপাধ্যায় হাজির ছিলেন সকলেই। হাজির ছিলেন ছোট পর্দার চেনা মুখেরাও। আদৃত রায় থেকে শুরু করে সৌমিতৃষা কুন্ডু, দিব্যজ্যোতি দত্ত, শোলাঙ্কি রায় থেকে শুরু করে অর্জুন চক্রবর্তী… সকলেই মেতে উঠেছিলেন আনন্দে।