যশের ক্যামেরার লেন্সে ধরা দিলেন নুসরত! বিশেষ কোনও বার্তা?
না! স্পষ্ট করে নুসরত কিছুই বলেননি। কিন্তু যশ এবং তাঁর সম্পর্কের গুঞ্জন ইন্ডাস্ট্রিতে তো নতুন নয়। স্বামী নিখিলের সঙ্গে নুসরতের দাম্পত্য সম্পর্ক খুব ভাল জায়গায় নেই, এমনটাও ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই শোন যায়।
কোনও মেকআপ নেই। খোলা চুল, চশমা। একেবারে ক্যাজুয়াল লুকে নুসরত জাহান (Nusrat Jahan) বসে রয়েছেন গিটার হাতে। সোশ্যাল মিডিয়ায় নিজের এমনই একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। কিন্তু লক্ষ্যণীয় সে ছবির ক্যাপশন। নুসরত লিখেছেন, ‘প্লে গিটার নট পিপল’ অর্থাৎ গিটার বাজাও, অথবা গিটার নিয়ে খেলা কর। মানুষের সঙ্গে নয়।
নুসরতের এই পোস্টের আরও একটি গুরুত্ব রয়েছে। তা হল, ছবিটি তুলে দিয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। সেই সৌজন্যও প্রকাশ করেছেন অভিনেত্রী। এখন প্রশ্ন হল, এ হেন ক্যাপশন লিখে ঠিক কী বোঝাতে চাইলেন নুসরত?
View this post on Instagram
না! স্পষ্ট করে নুসরত কিছুই বলেননি। কিন্তু যশ এবং তাঁর সম্পর্কের গুঞ্জন ইন্ডাস্ট্রিতে তো নতুন নয়। স্বামী নিখিলের সঙ্গে নুসরতের দাম্পত্য সম্পর্ক খুব ভাল জায়গায় নেই, এমনটাও ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই শোন যায়। বেশ কয়েক মাস ধরে তাঁরা নাকি আলাদা থাকছেন। আর এই আবহে যশের সঙ্গে তাঁর নাকি বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে। যদিও প্রকাশ্যে একে অপরকে ভাল বন্ধু বলেই সম্বোধন করেন দুই তারকা।
যশের লেন্সে ধরা দিয়েছেন নুসরত। নায়িকার কাছেও সে ছবি স্পেশ্যাল বইকি! কিন্তু মানুষ নিয়ে কে খেলা করলেন? বিশেষ কারও প্রতি ইঙ্গিত করে কি এই ছবি ও ক্যাপশন শেয়ার করেছেন? না! নুসরত এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও সদুত্তর দেননি।
View this post on Instagram
এ দিকে যশও নিজের সোশ্যাল ওয়ালে নুসরতের তুলে দেওয়া একটি ছবি শেয়ার করেছেন। কিন্তু সেটি যে পুরনো ছবি, তা ‘থ্রো ব্যাক’ লিখে বুঝিয়েছেন। নুসরতের ছবিতে তেমন কোনও উল্লেখ নেই।
আরও পড়ুন, নিরন্তর চাপের মধ্যে কাজ করা স্বাস্থ্যকর্মীদের হাসানোর চেষ্টায় আলি