‘তুমি আমার দুপুর ঠাকুরপো হবে?’ হঠাৎ পাপিয়া অধিকারির এমন প্রস্তাব পেয়ে কী করলেন এই পুরুষ?
ছবির পোস্টারে তাঁর নামের আগে লেখা হত, 'হট' নায়িকা পাপিয়া অধিকারি। ঝুলিতে তাঁর একশোরও বেশি ছবি। যার মধ্য়ে শুধু বাংলা নয়, ছিল তামিল, ভোজপুরিও। তবে শুধুই সিনেমা নয়, দেবীবরণ-এর সেই 'বিবি পায়রা' একাধারে যাত্রার কুইনও।

ছবির পোস্টারে তাঁর নামের আগে লেখা হত, ‘হট’ নায়িকা পাপিয়া অধিকারি। ঝুলিতে তাঁর একশোরও বেশি ছবি। যার মধ্য়ে শুধু বাংলা নয়, ছিল তামিল, ভোজপুরিও। তবে শুধুই সিনেমা নয়, দেবীবরণ-এর সেই ‘বিবি পায়রা’ একাধারে যাত্রার কুইনও। সেই পাপিয়াকেই চিত্রনাট্যকার গৌরীপ্রসন্ন মজুমদার বলেছিলেন, তাঁর নাকি কোনও অ্য়াপিলই নেই। পরে দেবীবরণ ছবিতে দুরন্ত অভিনয় করে চিত্রনাট্যকারের সেই কথা ভুল প্রমাণ করেছিলেন পাপিয়া। সদা খোশমেজাজে থাকা বাংলার এই অভিনেত্রী, রাজনীতিতেও পা দিয়েছেন। তবে সিনেমার পর্দায় বহুদিন দেখা না গেলেও, পাপিয়া অধিকারী মঞ্চের ব্যস্ততম নায়িকা। সেই পাপিয়াই এক সময় এমন এক সংলাপ বলেছিলেন, যা হইচই ফেলে দিয়েছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে। কী সেই সংলাপ?
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। ২০০৯ সালে মুক্তি পায় পরিচালক শঙ্খ বন্দ্যোপাধ্য়ায়ের ছবি ‘হাসি খুশি ক্লাব’। এই ছবিতে পাপিয়া অধিকারি ছাড়াও অভিনয় করেছিলেন জিৎ, বিশ্বজিৎ চক্রবর্তী, বিশ্বনাথ বসুর মতো অভিনেতারা। ‘হাসি খুশি ক্লাব’ বক্স অফিসে ডাহা ফ্লপ হয়। তবে পাপিয়ার চরিত্রটি নজর কেড়েছিল। বিশেষ করে পাপিয়ার কণ্ঠে উষ্ণতা ভরা একটি সংলাপ। ঠাকুরপো, তুমি আমার দুপুর ঠাকুরপো হবে? সম্প্রতি আড্ডা স্টেশন নামের এক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে পাপিয়া এই সংলাপ নিয়ে একটি মজার ঘটনার কথা বলেন।
ঠিক কী ঘটেছিল?
এই খবরটিও পড়ুন
হাসি খুশি ক্লাব ছবি ডাহা ফ্লপ। পাপিয়া তো ভুলে গিয়েছিলেন, সেই ছবির সংলাপ। একটা ফাংশনে মঞ্চে হাজির হয়েছেন। অভিনেত্রী পাপিয়াকে দেখে তো দর্শকদের মধ্য়ে তুমুল উত্তেজনা। পাপিয়া উঠলেন মঞ্চে। দর্শকদের উদ্দেশে কিছু বলার আগেই, হুট করে দর্শকের ভিড় থেকে এক ব্যক্তি বলে উঠলেন, দিদি দুপুর ঠাকুরপো হয়ে যাক! ব্যক্তির কথা শুনে রীতিমতো চমকে গিয়েছিলেন পাপিয়া। কিছুতেই মনে করতে পারছিলেন না এই দুপুর ঠাকুরপোটা আসলে কী? কীসের কথা বলছেন দর্শক? ঝট করেই পাশে দাঁড়িয়ে থাকা ম্যানেজার নিখিলদাকে জিজ্ঞাসা করে ফেললেন পাপিয়া। নিখিলদা জানালেন, ওই যে হাসি খুশি ক্লাবের সেই সংলাপ! পাপিয়া তো অবাক। যে ছবি একেবারেই ফ্লপ, সেই ছবির সংলাপ শুনতে চাইছে দর্শক! সেদিন দর্শকের আবদার রেখেছিলেন পাপিয়া। মঞ্চে পাপিয়ার মুখে সেই সংলাপ শুনে তো, হইচই পড়ে গিয়েছিল। তবে মঞ্চে সেই দর্শকের উদ্দেশে এই সংলাপ বললেও, ছবিতে জিৎকে ঠাকুরপো বলেই ডাকতেন তিনি। পাপিয়ার মুখে এমন সংলাপ শুনে জিৎ কিন্তু রীতিমতো ভিড়মি খেতেন। ছবি ফ্লপ হলেও পাপিয়ার ‘রঞ্জনা বউদি’ চরিত্রটি বেশ জনপ্রিয়তা পায়। পাপিয়ার কথায়, ছবি ফ্লপ হোক, পাপিয়া কিন্তু সুপারহিট।

হাসি খুশি ক্লাব ছবিতে রঞ্জনা বউদির চরিত্রে পাপিয়া অধিকারি।
সিনেমার পর্দা থেকে দূরে থাকলেও, তাঁর কোনও আপশোস নেই। বরং মঞ্চে, ধারাবাহিক নিয়েই মেতে আছেন পাপিয়া। একসময়ের প্রসেনজিৎ, চিরঞ্জিত, তাপস পালের হিট নায়িকা এখনও ধরে রেখেছেন তাঁর সেই গ্ল্যামার। এখনও যেন তিনি দেবীবরণের সেই ‘বিবি পায়রা’।

হাসি খুশি ক্লাব ছবিতে জিৎ ও পাপিয়া অধিকারি।





