আত্মঘাতী রেখার স্বামী! খবর পেয়ে কী করেছিলেন অভিনেত্রী?
বলিউডের পর্দায় তাঁর ম্যাজিকের সিলসিলা আজও অনুরাগীদের মন ভরিয়ে দেয়। কখনও উমরাও জান, কখনও প্রতিবাদী নারী খুন ভরি মাঙ্গ! পর্দায় ম্যাজিক তৈরি করা সেই সুন্দরী রেখার, জীবন কিন্তু একেবারেই খুবসুরত নয়। বরং তাঁর জীবন খাতার প্রত্যেক পাতায় দুঃখ, বেদনায় মোড়া।

রেখা বরাবরই বলিউডের রহস্যময়ী নারী। রেখা এমন এক প্রেমিকা, যাঁর প্রেম সিনেপর্দার বাইরেও, আলাদা ইতিহাস তৈরি করেছে। বলিউড শহেনশাহ অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার গভীর সম্পর্ক, প্রেমে আঘাত নিয়েও তাঁর স্ট্রং ব্যক্তিত্ব সদাই স্পটলাইটের নিচে। স্বামী মারা গেলেও, এখনও সিঁথিতে সিঁদুর পরেন রেখা। নিজের মতো করেই বেছে নিয়েছেন, নিজের জীবন। তাই তো বলিউডে তাঁর আরেক নাম এভারগ্রিন নায়িকা।
বলিউডের পর্দায় তাঁর ম্যাজিকের সিলসিলা আজও অনুরাগীদের মন ভরিয়ে দেয়। কখনও উমরাও জান, কখনও প্রতিবাদী নারী খুন ভরি মাঙ্গ! পর্দায় ম্যাজিক তৈরি করা সেই সুন্দরী রেখার, জীবন কিন্তু একেবারেই খুবসুরত নয়। বরং তাঁর জীবন খাতার প্রত্যেক পাতায় দুঃখ, বেদনায় মোড়া। বিশেষ করে তাঁর দাম্পত্য জীবন ছিল না সুখের। তার উপর সহকারী ফরজানার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও গুঞ্জন। হাজারো কটূক্তি শুনতে হয়েছিল রেখাকে। আর এরই মাঝে হঠাৎ কানে এল স্বামীর আত্মহত্য়ার খবর। রেখার পায়ের তলা থেকে জমি সরে গিয়েছিল নায়িকার। কেঁপে উঠেছিলেন রেখা।
সেই অভিশপ্ত দিনটিতে কী ঘটেছিল? কী করেছিলেন রেখা?
সময়টা অক্টোবর মাসের ২ তারিখ। সালটা ১৯৯০। সেই সময় বিদেশে একটা ছবির শুটিংয়েই ব্যস্ত ছিলেন রেখা। শুটিংয়ের মাঝে হঠাৎই খবর পান তাঁর স্বামী মুকেশ আগরওয়াল আত্মহত্য়া করেছেন। ক্যামেরার সামনেই ভেঙে পড়েছিলেন রেখা। ভাবতেই পাচ্ছিলেন না, মুকেশ এমনটা করতে পারে। হাউ হাউ করে কেঁদে উঠেছিলেন। শুটিং ফ্লোর থেকে ছুটে বেরিয়ে গিয়েছিলেন। এক সাক্ষাৎকারে পুরো ঘটনার কথা রেখা জানিয়েছিলেন, ”কখনও ভাবতেও পারিনি আমার সঙ্গে এটা ঘটবে। মেনে নিতে পাচ্ছিলাম না। কেন মুকেশ এমনটা করল, তা বুঝতে পারছিলাম না। তারপর সময় এগিয়ে গেল, মেনে নিলাম। আর তো কিছু করার ছিল না!”
স্বামী মুকেশের মৃত্যুর পুর রেখাকে শুনতে হয়েছিল ডাইনি অপবাদ। এমনকী, সহকারী ফরজানার সঙ্গে বাই-সেক্সুয়াল সম্পর্ক ছিল রেখা, তা হঠাৎই রটে যায় ইন্ডাস্ট্রিতে। গুঞ্জনে ছিল রেখা এই উভয়কামী বিষয়টি জানতে পেরেই নাকি আত্মহত্য়া করেন রেখার স্বামী। অনেকে তো আবার রেখাকে মানসিক অসুস্থও বলতেন। তবে বুকের ভিতর এসব নিয়েই জীবন কাটাচ্ছেন বলিউডের এভারগ্রিন এই অভিনেত্রী। এখনও মৃত স্বামী মুকেশের নামে সিঁদুর পরেন তিনি। কিন্তু বুক ফাটলেও, মুখ ফোটে না তাঁর। বরং নিজেকে আরও রহস্যের মোড়কে বন্দি করে রেখেছেন রেখা।
