সারা শরীর আঁকড়ে সাদা রঙের ড্রাগন, উরফির নতুন ছবি ভাইরাল নিমেষে

Uorfi Javed: উরফি জাভেদ এখন যথেষ্ট জনপ্রিয়। গোটা দেশ তাঁকে এক কথায় ভাইরাল কুইন নামেই চেনেন। তাঁর ছকভাঙা পোশাক কখনও প্রশংসা কুড়িয়েছে, কখনও আবার কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে। অধিকাংশ সময়ই তাঁর পোশাক দেখে রীতিমতো সকলের চোখ ওঠে কপালে।

সারা শরীর আঁকড়ে সাদা রঙের ড্রাগন, উরফির নতুন ছবি ভাইরাল নিমেষে
Follow Us:
| Edited By: | Updated on: Dec 17, 2024 | 2:19 PM

উরফি জাভেদ এখন যথেষ্ট জনপ্রিয়। গোটা দেশ তাঁকে এক কথায় ভাইরাল কুইন নামেই চেনেন। তাঁর ছকভাঙা পোশাক কখনও প্রশংসা কুড়িয়েছে, কখনও আবার কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে। অধিকাংশ সময়ই তাঁর পোশাক দেখে রীতিমতো সকলের চোখ ওঠে কপালে। এক এক সময় বিশ্বাসই করতে পারেন না নেটিজ়েনরা, ইনি উরফি জাভেদ, কারণ চেনাই যায় না তাঁকে। আজব-আজব পোশাকে বিতর্কের কেন্দ্রে নাম লিখিয়েছেন তিনি। এবার সারা শরীরে ড্রাগন জড়িয়ে ক্যামেরার সামনে ধরা দিলেন তিনি। উরফির সারা শরীর আঁকড়ে রয়েছে সাদা রঙের ড্রাগন। আবার আঙুল ছোঁয়ালেই লাল, নীল আলো জ্বলে উঠছে। তা দেখে অবাক সবাই। কেউ কেউ আবার উরফিকে বলেই ফেলেছেন , “আমাদের ভারতীয় ড্রাগন মামি।” পোস্টের সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়েছে উরফির এই ভিডিয়ো।

কিছু দিন আগে তাঁর বহুতল থেকে ঝাঁপ দেওয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছিল বিপুল। অবাক হয়েছিলেন অনেকেই যে কী ভাবে তিনি এসব করেন। তাঁর এই ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই সেলেবের প্রতিটা পোস্টে কিছু না কিছু নতুন চমক থাকে। তাই বলে সরাসরি বহুতল থেকে ঝাঁপ? এ কী কাণ্ড ঘটিয়ে বসলেন উরফি জাভেদ? সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় উরফি এবার এমনই এক ভিডিয়ো পোস্ট করলেন। যা দেখে রীতিমত চমকে উঠতে হয়। এবার এমনই এক ভিডিয়ো শেয়ার করলেন উরফি। যদিও ঘাবড়ে যাওয়ার কিছু নেই। কারণ সবটাই এডিট করেই বানিয়েছেন তিনি। যার জন্য তাঁর গোটা টিম খেটে চলেছে রাতদিন।