বাবা হলেই কাজ ছাড়বেন ভিকি কৌশল! কী ইঙ্গিত দিলেন অভিনেতা?
যে গুঞ্জন মাঝে মধ্যেই বলিপাড়ায় ছড়িয়ে পড়ছিল, সেই গুঞ্জনে ইতি দিয়ে দুজনেই জানিয়ে দিয়েছেন, তাঁদের সংসারে নতুন সদস্য আসার কথা। আর এবার বাবা হওয়ার উত্তেজনা সামলাতে না পেরে, সংবাদমাধ্যমের কাছে সমস্ত প্ল্যানিং ফাঁস করে ফেললেন ভিকি।

গত মাসেই ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল জানিয়ে দিয়েছেন তাঁরা দুই থেকে তিন হতে চলেছেন। যে গুঞ্জন মাঝে মধ্যেই বলিপাড়ায় ছড়িয়ে পড়ছিল, সেই গুঞ্জনে ইতি দিয়ে দুজনেই জানিয়ে দিয়েছেন, তাঁদের সংসারে নতুন সদস্য আসার কথা। আর এবার বাবা হওয়ার উত্তেজনা সামলাতে না পেরে, সংবাদমাধ্যমের কাছে সমস্ত প্ল্যানিং ফাঁস করে ফেললেন ভিকি। স্পষ্টই জানালেন, বহু দিন ধরেই এই সময়ের অপেক্ষা করছিলেন তিনি।
আর কী বললেন ভিকি?
সম্প্রতি এক সাক্ষাৎকারে সংসারে নতুন সদস্য আসা নিয়ে বলতে গিয়ে ভিকি বলেন, সন্তানের বাবা হওয়া এটা খুব বড় আশীর্বাদ। জীবনকে পূর্ণতা দেয়। আমি আর ক্যাটরিনা এই সময়ের জন্য অনেকদিন ধরেই অপেক্ষা করছিলাম। তবে এবার সময় এসে গিয়েছে। এবার আমি শুধু অপেক্ষা করছি, কখন আমাদের ভালবাসার চিহ্ন আমার কোলে জায়গা করে নেবে। প্রচুর প্ল্যানিং রয়েছে।
তবে এখানেই থেমে যাননি ভিকি। আবেগের বন্যা বইয়ে দিয়ে, ভিকি বলেন, আমি তো ঠিক করেই ফেলেছি। সন্তান ভূমিষ্ঠ হলে ওর সঙ্গে চব্বিশঘণ্টা কাটাব। অভিনয় থেকে লম্বা বিরতি নেব। সারাক্ষণ বাড়িতেই থাকব!
জানা গিয়েছে, অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুতেই মা হবেন ক্যাটরিনা। এই কারণেই ক্যাটরিনা এখন লোকচক্ষুর আড়ালে।
কেউ টের পাননি ক্যাটরিনা ও ভিকি প্রেম করছেন। তারপরই দুম করে বলিউডে পড়ল বোমা। কঠোর নিরাপত্তায়, গোপনীয়তা বজার রেখে সাত পাকে বাঁধা পড়লেন ক্যাট ও ভিকি। ২০২১ সালের ডিসেম্বর মাসে জমজমাট বিয়ের অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ।
