AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ছাদ থেকে ঝাঁপ দিতে চেয়েছিলেন ক্যাটরিনার শ্বশুর! কী ঘটেছিল ভিকি কৌশলের সংসারে?

যখন জীবনের প্রতি আশা হারিয়ে বহুতলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন ভিকি কৌশলের বাবা জনপ্রিয় অ্য়াকশন ডিরেক্টর রাম কৌশল।

ছাদ থেকে ঝাঁপ দিতে চেয়েছিলেন ক্যাটরিনার শ্বশুর! কী ঘটেছিল ভিকি কৌশলের সংসারে?
| Updated on: Jul 21, 2025 | 3:20 PM
Share

বলিউডের জনপ্রিয় তারকা জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। তাঁদের সংসার একেবারে সুখের। যদিও কবে ক্যাটরিনা মা হবেন, তা নিয়ে নানা গুঞ্জন থাকলেও, স্বামী, দেওর, শ্বশুর, শাশুড়িকে নিয়ে দিব্যি রয়েছেন সুন্দরী ক্যাট। তবে এ ঘটনা, ভিকি ও ক্যাটরিনার বিয়ের অনেক আগে। যখন জীবনের প্রতি আশা হারিয়ে বহুতলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন ভিকি কৌশলের বাবা জনপ্রিয় অ্য়াকশন ডিরেক্টর রাম কৌশল। সম্প্রতি এক পডকাস্টে সেই গল্পই তুলে ধরলেন রাম।

সালটা ২০০৪। শুটিং চলছিল হৃতিক রোশনের লক্ষ্য ছবির। পরিচালক ফারহান আখতার। লাদাখে এই ছবির শুটিংয়ের সময় হঠাৎই মারাত্মক পেটে ব্যথা অনুভব করেন রাম। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে, তাঁর শরীরে মারণরোগ ক্যানসার ধরে পড়ে। ক্যানসার হয়েছে শুনে মারাত্মক ভেঙে পড়েছিলেন রাম। ব্যথা কাতরাতে কাতরাতে একদিন রাতে সিদ্ধান্ত নেন, ছাদ থেকে ঝাঁপিয়ে আত্মহত্যা করবেন। কিন্তু শেষমেশ করে উঠতে পারেননি। কেননা ব্যথার চোটে বিছানা থেকেই উঠতে পারছিলেন না রাম। তবে আজ রোজই ঈশ্বরকে ধন্যবাদ জানান। ছেলে ভিকির তারকা হওয়া, ক্যাটরিনাকে পুত্রবধূ হিসেবে পাওয়াটা দেখতে পেলেন তিনি। জানা গিয়েছে, এই মুহূর্তে আগের থেকে অনেক সুস্থ রয়েছেন রাম কৌশল।