AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চোখের কোলে জল, ঐশ্বর্য-আরাধ্যাকে নিয়ে কী বললেন অভিষেক?

গত একবছর ধরে ঐশ্বর্য ও অভিষেকের বিচ্ছেদের খবরে সরগরম ছিল নেটপাড়া, সেখানে দাঁড়িয়ে প্রকাশ্যে অভিষেকের এই মন্তব্য স্বস্তির নিঃশ্বাস ফেলছেন জুটির অনুরাগীরা। পাশাপাশি ছেলের এই সাফল্যে খুশিতে ভাসছেন অমিতাভ বচ্চন। নিজের পুরস্কার, তাঁর স্ত্রী জয়া বচ্চনের পুরস্কার ও  ছেলে অভিষেক বচ্চনের পুরস্কার পাশাপাশি রেখে ছবি পোস্ট করেন তিনি। 

চোখের কোলে জল, ঐশ্বর্য-আরাধ্যাকে নিয়ে কী বললেন অভিষেক?
| Edited By: | Updated on: Oct 14, 2025 | 2:09 PM
Share

২৫ বছরের সিনেমার সফর শেষে শেষমেশ বহু কাঙ্ক্ষিত স্বীকৃতি পেলেন অভিষেক বচ্চন। চলতি বছর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে ‘I Want To Talk’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন জুনিয়ার বচ্চন। মঞ্চে উঠে চোখে জল নিয়ে অভিষেক বলেন, “আমি ভুলেই গিয়েছি, কতবার এই ভাষণটা আয়নার সামনে আমি প্র্যাক্টিস করেছি!” কেরিয়ারে ২৫ বছর পার, এই প্রথম ২৫-এ এসে ফিল্ম ফেয়ার পুরস্কার জিতে নিলেন তিনি।

পুরস্কার হাতে নিয়ে নিজের দীর্ঘ পথচলার কথা স্মরণ করলেন অভিষেক। বললেন, “এটা শুধু একটা ট্রফি নয়, এটা আমার জীবনের গল্প, পরিশ্রম আর হাল না ছাড়ার প্রমাণ।” খানিক চুপ থেকে আবেগে ভেসে যান নায়ক। জুনিয়ার বচ্চন তাঁর এই পুরস্কারটি উৎসর্গ করেন স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চন ও মেয়ে আরাধ্যা বচ্চনকে। তিনি বলেন, “ঐশ্বর্য আর আরাধ্যাকে ধন্যবাদ, যাঁরা আমাকে আমার স্বপ্নের পেছনে ছুটতে দিয়েছে। আজ আমি যা, তার পেছনে ওদের অনেক ত্যাগ রয়েছে। আশা করি এই পুরস্কার দেখে ওরা বুঝবে, তাঁদের সেই ত্যাগ বৃথা যায়নি।” এই আবেগঘন মুহূর্তে অনেক দর্শকের চোখেও জল এসে যায়, আর সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা বয়ে যায়।

যেখানে গত একবছর ধরে ঐশ্বর্য ও অভিষেকের বিচ্ছেদের খবরে সরগরম ছিল নেটপাড়া, সেখানে দাঁড়িয়ে প্রকাশ্যে অভিষেকের এই মন্তব্য স্বস্তির নিঃশ্বাস ফেলছেন জুটির অনুরাগীরা। পাশাপাশি ছেলের এই সাফল্যে খুশিতে ভাসছেন অমিতাভ বচ্চন। নিজের পুরস্কার, তাঁর স্ত্রী জয়া বচ্চনের পুরস্কার ও  ছেলে অভিষেক বচ্চনের পুরস্কার পাশাপাশি রেখে ছবি পোস্ট করেন তিনি।