Exclusive: কৌশানীর সাফল্য দেখে কি বনির সমস্যা হয়? স্পষ্ট উত্তর দিলেন নায়িকা
এই বছর পুজোর ছবি 'রক্তবীজ ২' এ গুরুত্বপূর্ণ চরিত্রে অঙ্কুশ হাজরার বিপরীতে দেখা যাবে তাঁকে। এই বিষয়ে TV9 বাংলার সঙ্গে আড্ডা দিতে গিয়ে উঠে এল নানা বিষয়। কেরিয়ারের সাফল্য কি কোনভাবে তাঁর আর বনি সেনগুপ্তর ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলছে?

কৌশানী মুখোপাধ্যায়ের সময় দারুণ যাচ্ছে। বর্তমানে একের পর এক হিট ছবি তাঁর ঝুলিতে। রাজ চক্রবর্তী পরিচালিত ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’, এরপরই নন্দিতা-শিবপ্রসাদ পরিচালিত সুপারহিট ছবি বহুরূপী ছবিতে প্রধান চরিত্রে অভিনয়, বহুরূপীর রেশ কাটতে না কাটতেই সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘কিলবিল স্যোসাইটি’র সাফল্য। তবে এখানেই শেষ নয় ছোট পর্দায় ডান্স রিয়ালিটি শ্যো-এর বিচারকের আসনে তিনি। এই বছর পুজোর ছবি ‘রক্তবীজ ২’ এ গুরুত্বপূর্ণ চরিত্রে অঙ্কুশ হাজরার বিপরীতে দেখা যাবে তাঁকে। এই বিষয়ে TV9 বাংলার সঙ্গে আড্ডা দিতে গিয়ে উঠে এল নানা বিষয়। কেরিয়ারের সাফল্য কি কোনভাবে তাঁর আর বনি সেনগুপ্তর ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলছে?
টলিপাড়ায় তাঁদের সম্পর্ক সকলের জানা। সিনেমার পর্দা থেকে ব্যক্তিগত জীবনেও তাঁরা জুটি। তবে এই মুহূর্তে কেরিয়ারের দিক থেকে বনির থেকে কিছুটা এগিয়ে রয়েছেন কৌশানী। এতে কি কোন মনোমালিন্য দেখা দেয়? উত্তরে নায়িকা বলেন, “এখন আমি কিছুটা এগিয়ে কারণ আমার পরপর কয়েকটা হিট হয়েছে কাজ। তবে এর আগে আমি ঘরে বসেছিলাম। আর বনি একের পর এক ছবি করেছে। তখন আমার একবারও মনে হয়নি ও কেন এত ছবি পাচ্ছে। ও কাজ করছে। আমার ভালই লেগেছে। তবে হ্যাঁ আমার মনে হয়েছিল আমি কেন ছবি পাচ্ছি না। তবে দেখ, ছবি হিট হওয়া না হওয়া আমাদের হাতে নেই। ছবিটি তার ভাগ্য নিয়েই আসে। তাই আমার সাফল্যে বনি খুব খুশি। ‘বহুরূপী’র সাকসেস পার্টি করে যখন বাড়ি এলাম, সেখানে বনি ওর বাবা মা আমার বন্ধুরা সকলে মিলে ছবির সাফল্য উৎযাপন করেছি। আর বনি আমায় সব সময় সারপ্রাইজ দিতেই থাকে আমার মন ভাল রাখার জন্য। আসলে আমরা দুজনেই আপস এন্ড ডাউন দেখেই এগিয়ে চলেছি।”
তিনি আরও বলেছেন, “বনি আজও আমার বেষ্ট ফ্রেন্ড। আজও আমার সারাদিনের সব কথা ফিল্টার ছাড়া ওকে বলতে পারি। এটাই আমাদের সম্পর্কের মূল ভিত।”
