রাতে কত ঘণ্টা ঘুমোন প্রধানমন্ত্রী? প্রশ্ন করে বসলেন সইফ আলি খান

বর্ষীয়ান অভিনেতা রাজ কাপুরের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজন করে কাপুর পরিবার। বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাতেই দিল্লি পৌঁছে ছিলেন গোটা কাপুর পরিবার। গিয়েছিলেন সইফ আলি খানও। করিনা কাপুরকে বিয়ে করার সূত্রে তিনিও এখন কাপুর পরিবারেরই সদস্য।

রাতে কত ঘণ্টা ঘুমোন প্রধানমন্ত্রী? প্রশ্ন করে বসলেন সইফ আলি খান
Follow Us:
| Edited By: | Updated on: Dec 15, 2024 | 2:14 PM

বর্ষীয়ান অভিনেতা রাজ কাপুরের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজন করে কাপুর পরিবার। বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাতেই দিল্লি পৌঁছে ছিলেন গোটা কাপুর পরিবার। গিয়েছিলেন সইফ আলি খানও। করিনা কাপুরকে বিয়ে করার সূত্রে তিনিও এখন কাপুর পরিবারেরই সদস্য। সেই ছবি ইতিমধ্যেই প্রকাশ্য়ে এসেছে দর্শকের। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের নানা গল্প উঠে এসেছে। জানেন, সইফ কী প্রশ্ন করেছিলেন প্রধানমন্ত্রীকে? তিনি বলেন, “তিনি সংসদের কাজ সেরে হাজির হয়েছিলেন, তাই আমি ভাবছিলাম যে তিনি হয়ত ক্লান্ত থাকবেন, কিন্তু মোদীজির মুখের উষ্ণ হাসি ছিল অটুট, এবং আমাদের সকলের প্রতি মনোযোগী এবং মনোমুগ্ধকর ছিলেন প্রধানমন্ত্রী!”

সইফ বলেন, “উনি (মোদী) আমার বাবা-মা সম্পর্কে আলাদা করে জিজ্ঞাসা করেছিলেন এবং বলেছিলেন যে তিনি ভেবেছিলেন আমরা তৈমুর এবং জাহাঙ্গীরকে তাঁর সাথে দেখা করতে নিয়ে আসব! তিনি তাদের জন্য একটি কাগজে স্বাক্ষর করেছিলেন যা কারিনা তাকে করতে বলেছিলেন। আমার কাছে তাকে দেখে মনে হচ্ছিল যে তিনি দেশ চালাতে খুব কঠোর পরিশ্রম করছেন এবং এখনও এই স্তরে সংযোগ স্থাপনের জন্য সময় নিচ্ছেন। আমি মোদীজিকে জিজ্ঞাসা করলাম যে তিনি কতটা বিশ্রাম পেয়েছেন এবং তিনি বলেছিলেন রাতে প্রায় তিন ঘন্টা। দিনটি ছিল আমার জন্য বিশেষ একটি দিন। আমাদের দেখার জন্য এবং পরিবারকে এত সম্মান দেওয়ার জন্য তার মূল্যবান কিছু সময় বের করার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই।”