IND vs AUS: ব্রিসবেনে ব্রিলিয়ান্ট বুমরা, দিন অস্ট্রেলিয়ার
India vs Australia 3rd Test: পারথে জিতে সিরিজে ১-০ লিড নিয়েছিল ভারত। কিন্তু অ্যাডিলেডে সমতা ফিরিয়েছে অস্ট্রেলিয়া। ব্রিসবেন টেস্টেও চালকের আসনে। স্টিভ স্মিথের সেঞ্চুরির সঙ্গে ট্রাভিস হেডের ১৫২। বুমরার ব্রিলিয়ান্সের পরও ম্যাচের দ্বিতীয় দিন পুরোপুরি অস্ট্রেলিয়ার।
ট্রাভিস হেড ভারতকে দেখলেই জ্বলে ওঠেন, এ আর নতুন কী! ২০২৩ থেকে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান ট্রাভিস হেডের। ওডিআই বিশ্বকাপ ফাইনাল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ভারতের দুটো ট্রফি হাতছাড়া হয়েছে ট্রাভিস হেডের জন্যই। এই সিরিজেও ভারত এখন ব্যাক সিটে। এর কারণ ট্রাভিস হেডই। পারথে জিতে সিরিজে ১-০ লিড নিয়েছিল ভারত। কিন্তু অ্যাডিলেডে হেডের সেঞ্চুরি। সমতা ফিরিয়েছে অস্ট্রেলিয়া। ব্রিসবেন টেস্টেও চালকের আসনে। স্টিভ স্মিথের সেঞ্চুরির সঙ্গে ট্রাভিস হেডের ১৫২। বুমরার ব্রিলিয়ান্সের পরও ম্যাচের দ্বিতীয় দিন পুরোপুরি অস্ট্রেলিয়ার।
অফসাইডে স্কোয়ারে সবচেয়ে বেশি শতাংশ রান তুললেন হেড। এর জন্য তাঁর যেমন কৃতিত্ব, ভারতের ফিল্ড প্লেসমেন্ট নিয়েও প্রশ্ন। থার্ডম্যান কিংবা ডিপ থার্ডম্যানে একজন ফিল্ডার থাকলে? পয়েন্ট ফিল্ডার এতটা পিছনে না থাকলে! হয়তো কিছুটা বদল হত। আরও একটা ভাবার বিষয়, একাদশে বুমরা না থাকলে কী হত! প্রথম ইনিংসে ইতিমধ্যেই ৭ উইকেটে ৪০৫ রান তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। অ্যালেক্স ক্য়ারি শেষ দিকে ক্যামিও ইনিংস খেলছেন।
বুমরার ফাইফার ছাড়া ভারতের প্রাপ্তির ঝুলি শূন্য়। আকাশ দীপ দুর্দান্ত বোলিং করলেও উইকেট কলাম খালি। মহম্মদ সিরাজ শেষ বেলায় একটা উইকেট। সিরাজের চোট থাকায় ২০ মিনিট মাঠের বাইরে ছিলেন। পঞ্চম বোলারের দায়িত্ব পালনে ব্যর্থ রবীন্দ্র জাডেজা, নীতীশ রেড্ডি। শেষের জন এক উইকেট নিলেও সার্বিক ভাবে ভালো বলা যায় না। ম্যাচের এখন তিন দিন বাকি। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৫০ পেরিয়ে গেলে ভারতের পক্ষে ঘুরে দাঁড়ানো এবং জয়ের স্বপ্ন দেখা কঠিন।