এবার আসরে খোদ মমতা, বক্সীর ফোনেই দিলেন বড় নির্দেশ

Mamata Banerjee: কাঁথি সমবায় ব্যাঙ্ক নিয়ে সমস্যা চলছে বেশ কিছুদিন ধরেই। অখিল গিরি-উত্তম বারিক গোষ্ঠীর দ্বন্দ্ব ক্রমশ প্রকাশ্যে চলে আসছে। এবার হাল ধরলেন মমতা।

এবার আসরে খোদ মমতা, বক্সীর ফোনেই দিলেন বড় নির্দেশ
আসরে মমতাImage Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jan 15, 2025 | 6:14 PM

কলকাতা: একটি সমবায় ব্যাঙ্কের নির্বাচন ঘিরে দলীয় কোন্দল এতটাই চরমে পৌঁছেছে যে দলেরই নেতা-কর্মীদের ‘বম্ব চার্জ করে দেব’ বলে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে তৃণমূল নেতা অখিল গিরিকে। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী বৈঠক করেও সমস্যা মেটাতে পারেননি। এবার তাই আসরে নামলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ফোনেই নির্দেশ দিলেন মমতা।

আগামী ৩১ জানুয়ারি কাঁথি সমবায় ব্যাঙ্কের ডিরেক্টর নির্বাচন। নির্বাচিত ডিরেক্টররা এরপর চেয়ারম্যান নির্বাচন করবেন। তার আগেই দলীয় দ্বন্দ্ব প্রকট হয়েছে। কাঁথি সমবায় ব্যাঙ্কের বোর্ডে ১৫ জন ডিরেক্টরের জন্য ৩০ জন মনোনয়ন তুলেছেন। সুব্রত বক্সী ও মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন দেওয়ার পর প্রাক্তন মন্ত্রী তথা জেলা সভাপতি অখিল গিরির ফোনে হোয়াটসঅ্যাপে তালিকা দেওয়া হলেও তা মানা হয়নি বলে অভিযোগ ওঠে। অভিযোগ ওঠে, অখিল গিরির অনুগামীদের প্রাধান্য দেওয়া হয়েছে ওই তালিকায়। আর সেই তালিকার বিরোধিতা শুরু করেন উত্তম বারিক গোষ্ঠীর নেতারা।

সমস্যা মেটাতে আজ, বুধবার ফের বৈঠকে বসেন সুব্রত বক্সী। ভবানীপুরে তাঁর বাড়িতে উত্তম বারিক, অখিল গিরি, জেলার সব বিধায়ক ও অন্যান্য নেতাদের সেখানে ডাকা হয়েছিল। সেই বৈঠকের মাঝেই বক্সী ফোন করেন মমতাকে। ফোনেই উপস্থিত নেতাদের বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানিয়ে দেন, সুব্রত বক্সীর তৈরি করা প্যানেলই চূড়ান্ত, সেটাই মানতে হবে। যারা ভিন্ন প্যানেল তৈরির চেষ্টা করছেন, তাদের অবিলম্বে তা প্রত্যাহার করার বার্তা দেন মমতা। আরও জানানো হয়েছে যে ২৮ জানুয়ারির পর মমতাই নির্বাচিত করবেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান।