Bankura: প্রথমে ট্রাক, তারপর চারচাকা, শেষে টোটোকে ধাক্কা মেরে শান্ত হল বাসটা, বাঁচাল না ২ বছরের শিশুটা, হাসপাতালে ৫

Bankura: ঘটনায় বোলেরো গাড়িটি আংশিক ক্ষতিগ্রস্থ হলেও ধাক্কার অভিঘাতে টোটোটি উল্টে যায়। ছিটকে পড়েন টোটোতে থাকা যাত্রীরা। টোটোতে থাকা সকলেই মারাত্মকভাবে জখম হন। আহতদের উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা।

Bankura: প্রথমে ট্রাক, তারপর চারচাকা, শেষে টোটোকে ধাক্কা মেরে শান্ত হল বাসটা, বাঁচাল না ২ বছরের শিশুটা, হাসপাতালে ৫
শোকের ছায়া এলাকায় Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 15, 2025 | 8:48 PM

বাঁকুড়া: বেপরোয়া গতির বলি ২ মাসের শিশু। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বেপরোয়া গতিতে থাকা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ট্রাক, তারপর একটি চারচাকা গাড়ি, শেষে একটি টোটোকে ধাক্কা মারে। ঘটনায় টোটো ও চারচাকা গাড়ির মোট ৫ জন আহত হয়। এদিন বিকালে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে বাঁকুড়ার জয়পুর থানার দাসদিঘি এলাকায়। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পর্যটক বোঝাই একটি বাস প্রচণ্ড গতিতে জয়পুর থেকে কোতুলপুরের দিকে যাচ্ছিল। জয়পুর থানার দাসদিঘির কাছাকাছি আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে ধাক্কা মারে একটি ট্রাকে। এরপর একটি বোলেরো গাড়িকে সজোরে ধাক্কা মারে। শেষে একটি টোটোকে ধাক্কা মেরে শান্ত হয় বাসটি। 

ঘটনায় বোলেরো গাড়িটি আংশিক ক্ষতিগ্রস্থ হলেও ধাক্কার অভিঘাতে টোটোটি উল্টে যায়। ছিটকে পড়েন টোটোতে থাকা যাত্রীরা। টোটোতে থাকা সকলেই মারাত্মকভাবে জখম হন। আহতদের উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। আহত হয়েছিল দু’বছরের একটি শিশুও। শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচাতে পারেননি চিকিৎসকেরা। শোকের ছায়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনার পর এলাকা থেকে পালিয়ে গেলেও পরে ঘাতক বাসটিকে আটক করে জয়পুর থানার পুলিশ। আটক করা হয় বাসের চালককেও।