Mohammed Shami: ‘সামিকে মিস…’, অজি কিংবদন্তির কথায় সায় শাস্ত্রীরও

India vs Australia 3rd Test: প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। এর মধ্যে পাঁচটিই বুমরার দখলে। টেস্টে এই নিয়ে ১২ ইনিংসে ফাইফার। এই বোলিং কম্বিনেশনে কীসের অভাব? চোখে আঙুল দিয়ে দেখালেন অজি কিংবদন্তি। সায় দিলেন শাস্ত্রীও।

Mohammed Shami: 'সামিকে মিস...', অজি কিংবদন্তির কথায় সায় শাস্ত্রীরও
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Dec 15, 2024 | 2:35 PM

ব্রিসবেন টেস্টের প্রথম দিন মাত্র ১৩.২ ওভার খেলা হয়েছিল। দ্বিতীয় দিন অবশ্য বৃষ্টি আর বাধা হয়ে দাঁড়ায়নি। পরিবর্তে ভারতের জোড়া বাধা হয়ে দাঁড়ান ট্রাভিস হেড ও স্টিভ স্মিথ। জুটিতে যোগ করেন ২৪১। সেখানেই ভারত ব্যাকফুটে। হেড ১৫২ এবং স্মিথ ১০১ রান করেন। ভারতীয় শিবিরে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে, জসপ্রীত বুমরা না থাকলে কী হত! প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। এর মধ্যে পাঁচটিই বুমরার দখলে। টেস্টে এই নিয়ে ১২ ইনিংসে ফাইফার। এই বোলিং কম্বিনেশনে কীসের অভাব? চোখে আঙুল দিয়ে দেখালেন অজি কিংবদন্তি। সায় দিলেন শাস্ত্রীও।

ভারত-অস্ট্রেলিয়া টেস্টে ধারাভাষ্য দিচ্ছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। বুমরা ছাড়া ভারতীয় বোলারদের পরিস্থিতি দেখে কার্যত করুণার সুরেই বলেন, ‘নিঃসন্দেহে ভারতীয় দল মহম্মদ সামিকে মিস করছে। বুমরার সঙ্গে সামিকে প্রয়োজন ছিল।’ দীর্ঘশ্বাস ফেলে ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বলেন, ‘হ্যাঁ’। আর এক ধারাভাষ্যকার মার্ক নিকোলাসও মনে করেন, বুমরা যথাযথ সাহায্য পাচ্ছেন না। সামির নাম না নিলেও বলেন, ‘যা পরিস্থিতি দেখছি, বুমরাকেই সবগুলো ওভার করালে ভারত ঘুরে দাঁড়াতে পারে।’

ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার অবশ্য মনে করেন না, ভারতীয় বোলিং কম্বিনেশনে কিছু মিসিং রয়েছে। পোস্ট ম্যাচ শো-তে বলেন, ‘ভারতীয় বোলিং কম্বিনেশনে জসপ্রীত বুমরার সঙ্গে মহম্মদ সিরাজ রয়েছে। ভুললে চলবে না, বুমরার পর টেস্টে সিরাজই দ্বিতীয় পছন্দের পেসার।’ সঞ্জয় বাঙ্গার যাই বলুন, দ্বিতীয় দিন অজি ব্যাটাররা বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, বুমরার ওভার কাটিয়ে দিয়ে কী ভাবে দ্রুত রান তোলা যায়।

এই খবরটিও পড়ুন

মহম্মদ সামিকে দ্রুতই যে অস্ট্রেলিয়ায় পাঠানো হবে না টিম ম্যানেজমেন্টের ইঙ্গিতেই পরিষ্কার। প্রত্যাবর্তনের পর রঞ্জি ট্রফিতে একটি ম্যাচ খেলেছেন। সৈয়দ মুস্তাক আলিতেও দুর্দান্ত পারফর্ম করেছেন। বিজয় হাজারে ওয়ান ডে ট্রফির জন্যও বাংলা স্কোয়াডে রয়েছেন সামি। তবে এই টেস্টের যা পরিস্থিতি, দ্রুতই হয়তো সামিকে উড়িয়ে নিয়ে যেতে হবে।