পাওয়া গিয়েছে ‘লাল মোহন গাঙ্গুলি’র নাতিকে, বাংলা বিখ্যাত ইউটিউবার!

Unmesh Ganguly: তা হলে কি এই ব্যক্তির আদলেই সত্যজিৎ রায় তৈরি করেছিলেন লাল মোহন গাঙ্গুলিকে, তাঁর অনন্য সৃষ্টি জটায়ুকে? সত্যিটা জানিয়েই দিলেন জনপ্রিয় বাঙালি ইউটিউবার উন্মেষ গঙ্গোপাধ্যায়। জানেন কী বলেছেন তিনি?

পাওয়া গিয়েছে 'লাল মোহন গাঙ্গুলি'র নাতিকে, বাংলা বিখ্যাত ইউটিউবার!
(বাঁ দিক থেকে) উন্মেষ গঙ্গোপাধ্য়ায়, সত্যজিৎ রায়, সন্তোষ দত্ত, ডঃ লাল মোহন গাঙ্গুলি...
Follow Us:
| Updated on: May 03, 2024 | 1:54 PM

তাঁর দাদুর নাম লাল মোহন গাঙ্গুলি। ডঃ লাল মোহন গাঙ্গুলি। তিনি ইউটিউবার উন্মেষ গঙ্গোপাধ্যায়ের সম্পর্কে ঠাকুরদা। দাদুর সঙ্গে আশ্চর্য মিল লাল মোহন গাঙ্গুলির স্রষ্টা সত্যজিৎ রায়ের। আজ সত্যজিতের জন্মদিন। আজ ২ মে। এই দিনটায় জন্মদিন উন্মেষের ঠাকুরদা ডঃ লাল মোহন গাঙ্গুলিরও। অদ্ভুত সম্পর্কে ফেসবুকে লম্বা পোস্ট করেছেন জনপ্রিয় ইউটিউবার। কী লিখেছেন তিনি?

একলম্বা ফেসবুক পোস্টে উন্মেষ লিখেছেন, “আমার দাদু, লাল মোহন গাঙ্গুল আর সত্যজিৎ রায়: লাল মোহন গাঙ্গুলির স্রষ্টা, ওরফে জটায়ু! দু’জনেরই জন্মদিন ২ মে। এই ম্যাজিক্যাল কো-ইনসিডেন্টটা ছোট থেকেই আমাকে অবাক করে। একজন আমায় বাঁকুড়াকে ভালবাসতে শিখিয়েছেন, অন্যজন সিনেমাকে। জন্মদিনে দু’জনকেই আমার প্রণাম জানাই। হ্যাপি বার্থ ডে দাদাই (০২.০৫.১৯২৬-১৫.১২.২০১৮), হ্যাপি বার্থ ডে সত্যজিৎ রায় (০২.০৫.১৯২১-২৩.০৪.১৯৯২)!”

এই খবরটিও পড়ুন

বাঁকুড়াকে ভালবেসেই ‘বাঁকুড়া মিমস’ (BMS) ইউটিউব চ্যানেলটি খুলেছিলেন উন্মেষ। সেই চ্যানেলে স্থানীয় বিষয়বস্তু নিয়ে মজার-মজার কনটেন্ট তৈরি করেন উন্মেষ। ‘যদুবাবুর টিউশনি’, ‘ঘোতন’ এপিসোডগুলো দারুণ জনপ্রিয়। টিম পাল্টেছে চ্যানেলের। অনেকেই ছেড়েছেন উন্মেষের হাত। কিন্তু ‘বাঁকুড়া মিমস’কে হারিয়ে যেতে দেননি তিনি। বাঁকুড়া ছেড়ে কলকাতায় চলে এসেছেন উন্মেষ। সিনেমা-ওয়েব সিরিজ়েও অভিনয়ের সুযোগ ঘটেছে তাঁর। এখন জীবনে আরও বড় একটা জায়গা তৈরি করার চেষ্টা করছেন অভিনেতা-ইউটিউবার। দাদু ডঃ লাল মোহন গাঙ্গুলির আশীর্বাদ আছে!