কৌশানির মেন্টর কে? সৃজিত-রাজকে নিয়ে কী বললেন নায়িকা
রাজ চক্রবর্তীর সিরিজ 'আবার প্রলয়'- এর হাত ধরেই নতুন করে দৌড়ে সামিল হয়েছিলেন নায়িকা। এই সিরিজের অভিনয় থেকেই 'বহুরূপী' ও পরে 'কিলবিল স্যোসাইটি'র চরিত্র পেয়েছেন কৌশানি।

গত দেড় বছরে অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় অভিনয়, সিনেমা হিটলিস্টে অনেকটাই এগিয়ে রয়েছে। রাজ চক্রবর্তীর ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’ থেকে ‘বহুরূপী’ হয়ে ‘কিলবিল স্যোসাইটি ‘ বক্স আফিসে ঝড়। ক্রিটিকদের থেকেও প্রশংসিত। তিন পরিচালকের সঙ্গে কাজ করে কৌশানির অভিজ্ঞতার ঝুলি অনেকটাই পূর্ণ। তবে পরিচালক রাজ চক্রবর্তীকে নিজের মেন্টর হিসেবেই দেখেন নায়িকা। TV9 বাংলাকে এই প্রসঙ্গে নায়িকা বললেন, “আমার প্রথম ছবি থেকেই রাজদার সঙ্গে আমার সম্পর্ক মেন্টরের মতো। আমায় খুব স্নেহ করেন। শুট-এর মাঝে দরকারে নিজেই আমার চুল ঠিক করে দেন। আমায় কখনও বকাবকি করেননি। সেই ‘পারব না আমি ছাড়তে তোকে’ ছবির শুটের সময় আমাকে বোঝানোর জন্য বনিকে বকাবকি করত। রাজদা কোনও চিত্রনাট্য লিখলে আমিও আব্দার করতে পারি রাজদার কাছে কেন আমার জন্য চিত্রনাট্য লিখছ না। বা আমাকে নাও।”
তিনি আরও বলেন, “তবে রাজদার কথা বললেই আবার সৃজিত মুখোপাধ্যায় রেগে যায়, তবে রাজদা আমার মেন্টর বলতেই পারি। ” ‘প্রলয়’ সিরিজের-এর সিক্যুয়েল হলে তাঁর কাছে ফোন আসবে? প্রশ্নের উত্তরে নায়িকা বলেন, “নিশ্চয়ই কিছু প্ল্যান করছেন, আর করলে আমার চরিত্র বাদ দিয়ে চিত্রনাট্য নাট্য মনে হয় হবে না।”
প্রসঙ্গত, রাজ চক্রবর্তীর সিরিজ ‘আবার প্রলয়’- এর হাত ধরেই নতুন করে দৌড়ে সামিল হয়েছিলেন নায়িকা। এই সিরিজের অভিনয় থেকেই ‘বহুরূপী’ ও পরে ‘কিলবিল স্যোসাইটি’র চরিত্র পেয়েছেন কৌশানি। একের পর এক সাফল্যের পর এবার আসছে ‘রক্তবীজ ২’ ছবি। সাফল্যের এই ধারা বক্স অফিসে সফল হলে নিশ্চিত কৌশানি মুখোপাধ্যায় আরও এক ধাপ এগিয়ে থাকবে।
