‘আমি ম্যানিপুলেটিভ…’, রাখী-সৌমিত্রর উদাহরণ টেনে কী বললেন শিবপ্রসাদ?
TV9 বাংলাকে জানালেন, তাঁরা দর্শকদের কথা মাথায় রেখেই এই ছবি করেছেন। রক্তবীজ-এর সাফল্যের পর দর্শকদের চাহিদাতেই তৈরি করা এই ছবি। এই জুটির আলোচনায় উঠে এল কতটা লড়াই করে উইন্ডোজ আজ বাংলা সিনেমা দেখতে দর্শকদের হলে এনেছেন। আজ উইন্ডোজ-এর ছবির নিজস্ব দর্শক তৈরি হয়েছে।

বাঙালির যেন দুর্গাপুজো সম্পূর্ণ হয় না বাংলা সিনেমা না দেখলে। আর এবার তো রীতিমতো বক্স অফিস ধামাকা। পুজোয় চারটি ছবি মুক্তি পাচ্ছে। পরিচালকদ্বয় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি র’ক্তবীজ ২’ সেই তালিকায় রয়েছে। এই নিয়ে কথা বলতে গিয়ে TV9 বাংলাকে জানালেন, তাঁরা দর্শকদের কথা মাথায় রেখেই এই ছবি করেছেন। রক্তবীজ-এর সাফল্যের পর দর্শকদের চাহিদাতেই তৈরি করা এই ছবি। এই জুটির আলোচনায় উঠে এল কতটা লড়াই করে উইন্ডোজ আজ বাংলা সিনেমা দেখতে দর্শকদের হলে এনেছেন। আজ উইন্ডোজ-এর ছবির নিজস্ব দর্শক তৈরি হয়েছে।
এই আলোচনার মাঝেই পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, টলিপাড়ার অনেকেই বলেন, পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ম্যানিপুলেট করেন। এই প্রশ্নের উত্তরে শিবপ্রসাদ বলেন, “হ্যাঁ আমি ম্যানিপুলেটিভ। নাহলে আমি রাখী গুলজারকে দিয়ে কাজ করাতে পারতাম না। নন্দিতা রায় বলেছিলেন, একদিনের কাজের জন্য সৌমিত্র চট্টোপাধ্যায়কে চাই, রাজি করাতে পারতাম না। রাখী জি বলেন, একদম বাড়ি আসবে না, ঠিক বুঝিয়ে আমাকে রাজি করিয়ে নাও। ভিক্টর বন্দোপাধ্যায়কে রাজি করিয়ে বাংলা ছবিতে ফেরাতে পারতাম না। কথা বলে বুঝিয়ে আনুরোধ করে, কাজটা করি। এটা না হলে কাজ ভাল বাংলা ছবি উপহার দিতে পারতাম না।”
শিবপ্রসাদ আরও বলেন, “আমরা যতই প্রচার করি ছবির বিষয়টাই আসল। সেটা ভাল না হলে দর্শকদের সিনেমাহলে আনা যাবে না। মনে রাখতে হবে। সেই বছর রক্তবীজ পছন্দের ছবি ছিল না। তবে সপ্তমীর পর থেকে দর্শকদের চাহিদায় সিনেমাহলের সংখ্যা বাড়ে।”
