AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বচ্চন পরিবারের সম্পত্তিতে ঐশ্বর্যের কোনও ভাগ নেই! উইল নিয়ে কী বলেন অমিতাভ?

এমনকি শ্বেতাকে ৫০ কোটি টাকার সম্পত্তি উপহার দেওয়ার কথা সামনে এসেছে, যার দলিলে অমিতাভের স্বাক্ষরও ছিল। যা বিপুল বিতর্ক সৃষ্টি করেছিল, তা বলাই যায়। তবে, অমিতাভের সিদ্ধান্ত শুনে একশ্রেণি বরাবরই প্রশ্ন তুলে এসেছেন, এই সম্পত্তিতে কি ঐশ্বর্যের কোনও অধিকার থাকবে না? 

বচ্চন পরিবারের সম্পত্তিতে ঐশ্বর্যের কোনও ভাগ নেই! উইল নিয়ে কী বলেন অমিতাভ?
Follow Us:
| Edited By: | Updated on: Jun 11, 2025 | 4:01 PM

বচ্চন পরিবার, বলিউডের অন্যতম প্রভাবশালী এবং বিত্তশালী পরিবারের মধ্যে অন্যতম। অমিতাভ বচ্চন, যিনি শুধুমাত্র একজন কিংবদন্তি অভিনেতা হিসেবে পরিচিত নন, বরং ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় জায়গা অধিকারী, তাঁর পরিবারও সব সময় রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই পরিবারে দুই সন্তান, শ্বেতা ও অভিষেক বচ্চন, তাঁদের নিজ-নিজ জীবনে সফল। যদিও তাঁদের নিয়ে সর্বত্রই জল্পনার পারদ থাকে তুঙ্গে।

কিছুদিন আগেই শোনা গিয়েছিল যে, অমিতাভ বচ্চন নাকি ইতিমধ্যেই তাঁর দুই সন্তানের মধ্যে সম্পত্তি বন্টনের কাজ শুরু করেছেন। এমনকি শ্বেতাকে ৫০ কোটি টাকার সম্পত্তি উপহার দেওয়ার কথা সামনে এসেছে, যার দলিলে অমিতাভের স্বাক্ষরও ছিল। যা বিপুল বিতর্ক সৃষ্টি করেছিল, তা বলাই যায়। তবে, অমিতাভের সিদ্ধান্ত শুনে একশ্রেণি বরাবরই প্রশ্ন তুলে এসেছেন, এই সম্পত্তিতে কি ঐশ্বর্যের কোনও অধিকার থাকবে না?

২০১১ সালেই অমিতাভ বচ্চন তাঁর উইল নিয়ে সমস্ত সিদ্ধান্ত সামনে এনেছিলেন। বলেছিলেন, “আমি যখন প্রয়াত হব, আমি সারা জীবনে যা অর্জন করেছি, আমার দুই সন্তানের মধ্যে তা সমান ভাগে ভাগ করে দেওয়া হবে। কোনও বিভেদ করা হবে না। আমি আর জয়া এই বিষয় অনেক আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম। সকলেই বলেন, মেয়ে অন্যের সম্পত্তি, স্বামীর বাড়িতে চলে যায়, তবে ও আমার মেয়ে। তাই আমি ওকে আর অভিষেককে সমান চোখেই দেখব।” অমিতাভের এই সিদ্ধান্তেই স্পষ্ট হয়ে যায়, যে অভিকেষের অংশে ঐশ্বর্যের নাম থাকবে, তবে তিনি তা কেবলই অভিষেকের নামেই রেখে যেতে চান।