মায়ের গালে সপাটে চড়, ছেলের কাণ্ড চমকে ওঠেন কাজল

Kajol: বেশ কিছু প্রস্তাবও পেয়েছিলেন তিনি। তবে দুই সন্তানের মধ্যে কাজল বরাবরই বেশি প্রশংসা করে আসেন ছোট্ট ছেলে যুগের। কাজলসের কথায়, যুগ বয়স তুলনায় বেশ বড়। মাঝে মধ্যে এমন কিছু কথা বলে বসে, যা কাজলকে অবাক করে দেয়।

মায়ের গালে সপাটে চড়, ছেলের কাণ্ড চমকে ওঠেন কাজল
Follow Us:
| Updated on: Dec 22, 2024 | 3:18 PM

কাজল, বলিউডের অন্যতম সেলেব। কেরিয়ারের পাশাপাশি চুটিয়ে সংসার করছেন তিনি। একের পর এক কাজ এখন তাঁর হাতে। যদিও বিয়ের পর তিনি বেশ কিছুটা সময় নিজের জন্য রেখেছিলেন। বেশ কিছুটা সময় তিনি তাঁর সন্তানদেরই দিয়েছিলেন। সেই সময়টা খুব একটা পর্দার সামনে আসতে দেখা যায়নি কাজলকে। দুই সন্তান তাঁর, নাইসা দেবগণ ও যুগ। অজয় দেবগণ কেরিয়ারে ঝড় তুললেও এই দুই ছেলে মেয়েকে নিয়ে সদা ব্যস্ত কাজল। এখন মেয়ে নাইসার কেরিয়ার শুরু পালা। বেশ কিছু প্রস্তাবও পেয়েছিলেন তিনি। তবে দুই সন্তানের মধ্যে কাজল বরাবরই বেশি প্রশংসা করে আসেন ছোট্ট ছেলে যুগের। কাজলসের কথায়, যুগ বয়স তুলনায় বেশ বড়। মাঝে মধ্যে এমন কিছু কথা বলে বসে, যা কাজলকে অবাক করে দেয়।

একবার কাজল জানান, যুগের কথা তাঁর গালে যেন সপাটে চড় ছিল। বাড়িতে পুজো ছিল সেদিন। সকলেই পুজোর জায়গায় বসে রয়েছে। যুগ একটু দূরে বসেছিল। তাকে ডেকে কাজল কাছে বসাতে চাইলে, যুগ মাকে বলে ওঠে, তার ইচ্ছে নেই। এগুলো জোর করে হয় না। যার যদি ইচ্ছে করত তবে সে সেখানে গিয়ে বসত। কিন্তু তার সেটা ভেরত থেকে আসছে না, সেই করণেই সে দূরে আছে। জোর করে এভাবে কাছে বসিয়ে বিশ্বাস তৈরি করা যায় না। তা মন থেকে আসে। কাজলের কথায়, যুগ তখন বেশ ছোট, ও যে এভাবে কথাগুলো বলে বসবে, তা ভেবেই পাননি তিনি। যুগের কথা শুনে কাজল বুঝতে পারেন যুগের যুক্তি। সে কী বলতে চাইছে। তখন কাজল নিজের ভুলটাও বুঝতে পারেন। বলেন, আমি যা করছি, সেটা তবে সত্যি ভুল।