আমাদের সম্পর্ক ও বন্ড অনেক বছরের, প্রসেনজিৎকে নিয়ে ঠিক কী বলেন রচনা?
Tollywood: প্রসঙ্গত রচনা বন্দ্যোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি। যাঁদের নিয়ে নিত্য চর্চা একটা সময় ছিল বর্তমান। যদিও সম্পর্কের জল্পনা খুব একটা জায়গা করে নেয়নি তাঁদের মধ্যে। তাই গসিপ থেকে দূরেই ছিল এই জুটি।
৩৫-৪০টি বাংলা ছবিতে একসঙ্গে কাজ করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। টলিপাড়ার অন্যতম হিট জুটি রচনা ও প্রসেনজিৎ। রচনার হাত ধরে হঠাৎ টেলিভিশনের পর্দায় প্রত্যাবর্তন ঘটে বুম্বাদার। আসলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দিতিপ্রিয়া রায় অভিনীত ছবি ‘আয় খুকু আয়’-এর প্রচারের জন্যে দিদি নম্বর ওয়ান-এ এসেছিলেন অভিনেতা। একটি প্রসেনজিৎ-স্পেশ্যাল এপিসোডে দেখা গিয়েছিল তাঁদের। ভিডিয়ো শেয়ার করেছিলেন রচনা। কী বলেছিলেন সেদিন বুম্বাদা?
ভিডিয়োতে দেখা গিয়েছিল প্রসেনজিৎ বলছেন, “আমার ভীষণ ভাল লাগছে। রচনার সঙ্গে আমার ৩৫শের বেশি ছবিতে কাজ করা হয়ে গিয়েছে। এই স্টেজে দাঁড়িয়ে অন্যরকম মজা পাচ্ছি। ” ভিডিয়োটি শেয়ার করে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় ক্যাপশনে লিখেছেন, “কেবল আমার হিরো নয়। আমাদের সম্পর্ক ও বন্ড অনেক বছরের। আমার বন্ধু ও আমার গাউড। অনেক ভালবাসা ও সম্মান।”
প্রসঙ্গত রচনা বন্দ্যোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি। যাঁদের নিয়ে নিত্য চর্চা একটা সময় ছিল বর্তমান। যদিও সম্পর্কের জল্পনা খুব একটা জায়গা করে নেয়নি তাঁদের মধ্যে। তাই গসিপ থেকে দূরেই ছিল এই জুটি। যদিও নিজেদের বন্ধুত্বের সম্পর্ক নিয়ে একাধিকবার মুখ খুলেছিলেন রচনা। মজা করে একবার বলেও ছিলেন, কেন রচনার সঙ্গে প্রসেনজিৎ প্রেম করলেন না। যদিও সে সকল স্মৃতি টলিপাড়ার ওলিতে গলিতে আজও বর্তমান।