AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সৎ বাবাকেই পিতার আসনে বসালেন ছেলে আদিত্য, খেয়ালীর প্রথম স্বামী ছিলেন এই ব্যক্তি…

Kheyali Ghosh Dostidar First Husband: মায়ের দ্বিতীয় বিয়ে দেখতে হবে ছেলেকে, বিষয়টি মেনে নিতে পারেননি খেয়ালী। অরিন্দমের সঙ্গে তাঁর বিয়ের সময় পুত্র আদিত্যকে গাড়ির চালকের সঙ্গে বেড়াতে পাঠিয়ে দিয়েছিলেন তিনি। সেই ছেলের আক্ষেপ, মায়ের বিয়ে দেখতে পারেননি তিনি। অরিন্দমের কাছে তা নিয়ে অভিমানের সুরে অভিযোগও করেন আদিত্য। কে ছিলেন খেয়ালীর প্রথম স্বামী, তিনি কি ভালবাসতেন না নিজের ছেলেকে?

সৎ বাবাকেই পিতার আসনে বসালেন ছেলে আদিত্য, খেয়ালীর প্রথম স্বামী ছিলেন এই ব্যক্তি...
খেয়ালী এবং তাঁর প্রথম স্বামী।
| Updated on: Feb 22, 2024 | 8:07 PM
Share

ছোটবেলাতেই বাবা-মাকে আলাদা হয়ে যেতে দেখেছে ছেলেটা। সেই ছোট্ট বয়সেই বড় হয়ে গিয়েছিল সে। মায়ের জীবনে প্রবেশ করে অন্য একজন। তাঁকেই মা পরবর্তীকালে বিয়ে করেন। মায়ের দ্বিতীয় স্বামীকে ‘বাবা’ হিসেবে জেনে এসেছে ছেলেটা। কথা হচ্ছে, অভিনেতা, চিত্রনাট্যকার এবং পরিচালক আদিত্য সেনগুপ্ত সম্পর্কে। মায়ের নাম খেয়ালী ঘোষ দস্তিদার। জন্মদাতা পিতা নামকরা পরিচালক। মূলত ধারাবাহিকেরই পরিচালনা করেছিলেন তিনি। তাঁর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায়কে বিয়ে করেছিলেন খেয়ালী। ফলে ছোট থেকে অরিন্দমকেই বাবা হিসেবে জেনে এসেছেন আদিত্য। জন্মদাতা পিতাও ছেলেকে অসম্ভব ভালবাসা দিয়েছেন। মায়ের দ্বিতীয় বিয়ে দেখতে হবে ছেলেকে, বিষয়টি মেনে নিতে পারেননি খেয়ালী। অরিন্দমের সঙ্গে তাঁর বিয়ের সময় পুত্র আদিত্যকে গাড়ির চালকের সঙ্গে বেড়াতে পাঠিয়ে দিয়েছিলেন তিনি। সেই ছেলের আক্ষেপ, মায়ের বিয়ে দেখতে পারেননি তিনি। অরিন্দমের কাছে তা নিয়ে অভিমানের সুরে অভিযোগও করেন আদিত্য।

এই আদিত্য চিত্রনাট্যকার হিসেবে নিজের সুনাম তৈরি করছেন টালিগঞ্জে। ‘প্রজাপতি বিস্কুট’ ছবিতে প্রথম অভিনয় করেছিলেন। তারপর থেকে তাঁকে সেভাবে অভিনয় করতে দেখা যায়নি আর। আদিত্যর মন পরিচালনার দিকেও। ইন্ডাস্ট্রির অনেকেই মনে করেন, জন্মদাতা পিতার মতোই প্রতিভাবান হয়েছেন আদিত্য। কে সেই পিতা? খেয়ালী র প্রথম স্বামীর পরিচয় কী?

তাঁর নাম দেবাংশু সেনগুপ্ত। ২০১৪ সালে মাত্র ৫৪ বছর বয়সে মৃত্যু হয় তাঁর। দার্জিলিঙে বেড়াতে গিয়েছিলেন। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। কলকাতায় কফিন বন্দি করে নিয়ে আসা হয়েছিল তাঁর মৃতদেহ। এই দেবাংশু প্রতিভাবান একজন ব্যক্তি। একাধারে অভিনেতা, গায়ক, সঙ্গীত পরিচালক, চিত্রনাট্যকারও। ইন্ডাস্ট্রি তাঁর বন্ধুরা আজও মনে করেন, অকালে ঝরে না গেলে তাঁর থেকে আরও অনেক মণিমুক্তো পাওয়া যেত।

এই দেবাংশুই অভিনেতা যিশু সেনগুপ্তর প্রথম ধারাবাহিক ‘মহাপ্রভু’ পরিচালনা করেছিলেন। কেবল তাই নয়, অভিনেতা আবির চট্টোপাধ্যায়েরও প্রথম ধারাবাহিক ‘বহ্নিশিখা’ পরিচালনা করেছিলেন।