AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গালে চাপ দাড়ি, জানেন অরিজিতের এই লুকের পিছনে থাকা রহস্য?

Arijit Singh: দর্শকদের সঙ্গে খুব একটা কথপোকথন হয় না তাঁর। যার ফলে অরিজিতের ভক্তদের মনে বরাবরই আপেক্ষ বর্তমান। সম্প্রতিতে যদিও তিনি তাঁর সোশ্যাল মিডিয়া থেকে একাধিকবার আরজি কর কাণ্ডে সরব হয়েছেন।

গালে চাপ দাড়ি, জানেন অরিজিতের এই লুকের পিছনে থাকা রহস্য?
| Updated on: Nov 23, 2024 | 4:07 PM
Share

অরিজিৎ সিং-কে নিয়ে বরাবরই অনুরাগীদের মনে কৌতুহলের পারদ তুঙ্গে থাকে। দেশের অন্যতম হার্টথ্রোব এখন তিনি। যদিও অরিজিৎ বরাবরই ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই বেশি পছন্দ করেন। তাই খুব একটা প্রশ্নের উত্তর দিতে দেখা যায় না তাঁকে। কেবল কাজের সঙ্গে তাঁর যোগসূত্র। কাজের জন্যই তিনি মাঝে মধ্যে উপস্থিত হন ক্যামেরার সামনে। তবে দর্শকদের সঙ্গে খুব একটা কথপোকথন হয় না তাঁর। যার ফলে অরিজিতের ভক্তদের মনে বরাবরই আপেক্ষ বর্তমান। সম্প্রতিতে যদিও তিনি তাঁর সোশ্যাল মিডিয়া থেকে একাধিকবার আরজি কর কাণ্ডে সরব হয়েছেন। তবে সামাজিক বিষয় মুখ খোলা শুরু করেছেন তিনি বেশ কয়েকদিনই হল।

যদিও তাঁকে ঘিরে নানা প্রশ্ন ভক্তমনে উপচে পড়ে প্রতি নিয়ত। প্রত্যেকেরই নিজ-নিজ একটি স্টাইল থাকে। অরিজিৎও সেই তালিকা থেকে ব্যতিক্রমী নন। তাঁর চাপ গালে দাড়ি, এই লুকেই তিনি পরিচিত। তবে ২০১৬ সালে কপিল শর্মার শো-তে এসে এই প্রসঙ্গে মজা করেই এক মন্তব্য করেছিলেন তিনি। দাড়ি কামানোর সময় পাননি অরিজিৎ? এমন মন্তব্য করায় গায়ক উত্তর দিয়েছিলেন তিনি বলিউডে থাকাকালিন দাড়ি কামান না।

যদিও মজা করেই কারণ জানিয়েছিলেন। সেখানে নাকি খুব খরচ। সেই কারণেই বলিউডে গিয়ে তিনি দাড়ি কামানো থেকে বিরত থাকেন। যদিও এটা সকলেরই জানা যে এটাই অরিজিতের লুক। কেবল কপিলকে পাল্টা উত্তরে মজা দিতেই এমন মন্তব্য করেছিলেন তিনি।