মুখাগ্নি করলেন সানি? ধর্মেন্দ্রকে নিয়ে কেন এত রহস্য? দেওল পরিবারকে ঘিরে উঠছে প্রশ্ন
গত কয়েকদিনে এতবার মৃত্যু সংবাদ তাঁর ছড়িয়ে পড়েছিল, যে এবারটাও যেন মন মানতে চাইছিল না। হয়তো এবারও ফিরে আসবেন তিনি। কিন্তু নাহ, কিছুই বোঝার উপায় নেই। সবটা চোখের সামনে ঘটছে ঠিকই, তবুও পরিবারের মুখ বন্ধ। শ্মশান ঘাটে একের পর এক ঘটনা যদি মেলানো হয়, তবে বাস্তবটা বুঝতে খুব একটা অসুবিধে হয় না।

২৪ নভেম্বর, সোমবার, বেলা গড়াতেই গোটা দেশের মুখ ভার। দেওল পরিবারের এ কী ছবি সামনে আসছে? সকলের পরণে সাদা পোশাক, একটা অ্যাম্বুল্যান্স আর সঙ্গে বেশ কিছু গাড়ি, ভিলে পার্লে শ্মশান ঘাটে তখন ধীরে ধীরে বাড়ছে ভিড়। তবে কি…! প্রশ্ন জেগেছিল সকলের মনে। তবে সময় কিছুটা এগোতেই যেন মনে মনে সবটা পরিষ্কার করে নিতে শুরু করে গোটা দেশ। হয়তো কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র সত্যিই আর নেই। গত কয়েকদিনে এতবার মৃত্যু সংবাদ তাঁর ছড়িয়ে পড়েছিল, যে এবারটাও যেন মন মানতে চাইছিল না। হয়তো এবারও ফিরে আসবেন তিনি। কিন্তু নাহ, কিছুই বোঝার উপায় নেই। সবটা চোখের সামনে ঘটছে ঠিকই, তবুও পরিবারের মুখ বন্ধ। শ্মশান ঘাটে একের পর এক ঘটনা যদি মেলানো হয়, তবে বাস্তবটা বুঝতে খুব একটা অসুবিধে হয় না।
View this post on Instagram
ভিলে পার্লে শ্মশানে এখন বলিউড তারকাদের ঢল। অভিষেক বচ্চন, সলমন খান, অমিতাভ বচ্চন, গৌরী খান, আমির খান, অক্ষয় কুমার প্রমুখেরা পৌঁছিয়ে গিয়েছেন সেখানে। শ্মশানের অন্দরমহল সূত্রে খবর, সানি দেওল নাকি মুখাগ্নি করেছেন ধর্মেন্দ্র। ইতিমধ্যেই শেষকৃত্যও নাকি শেষ হয়ে গিয়েছে। তবে এখনও চুপ গোটা পরিবার। সাধারণ মানুষ, যাঁরা ধর্মেন্দ্রর অনুরাগী, তাঁরা কিছুই বুঝতে পারলেন না। জানাতে পারলেন না শেষ শ্রদ্ধা। আক্ষেপ অধিকাংশের মনে।
View this post on Instagram
একদিকে সোশ্যাল মিডিয়ায় যখন ছড়িয়ে পড়ছে একাধিক প্রশ্ন, ঠিক সেই সময় একের পর এক সেলিব্রিটিদের পোস্টেও স্পষ্ট হয়ে যাচ্ছে তিনি আর নেই। তবে সকলেই এখন অপেক্ষায়, কয়েকটি প্রশ্নের উত্তরের। কেন পরিবারের তরফ থেকে সবটা লুকিয়ে যাওয়া হল, সে উত্তরের অপেক্ষায় সকলে।
