‘আমার দরজার বাইরে এসে লোক…’, হাউহাউ করে কান্না তনুশ্রীর, কী হলো?
দরজার বাইরে এসে লোকরা ঠিক কীভাবে বিরক্ত করছেন তনুশ্রীকে, সে কথা অবশ্য় ভিডিয়োতে খোলসা করেননি নায়িকা। তিনি ভিডিয়োতে খোলসা করার মতো অবস্থাতেও ছিলেন না। ভয়ঙ্কর কান্নায় তনুশ্রী একেবারে ভেঙে পড়েছিলেন। এই ভিডিয়োতেই তনুশ্রী বলছেন, ''কেউ আমাকে সাহায্য করুন।'' কী ধরনের সাহায্য তনুশ্রী চাইছেন, এখন সেটা নিয়ে বিস্তর আলোচনা চলছে বলিউডে।

হঠাত্ সোশ্যাল মিডিয়া পোস্ট করলেন বলিউডের অভিনেত্রী তনুশ্রী দত্ত। হাউহাউ করে কাঁদছেন তিনি। তাঁকে দেখেই বোঝা গেল, ভয়ঙ্কর সমস্যায় রয়েছেন। ভিডিয়োতে কী বললেন তনুশ্রী? ”আমি নিজের বাড়িতেই হেনস্থার শিকার হচ্ছি। আমাকে নিজের বাড়িতেই সমস্যায় পড়তে হচ্ছে। পুলিশকে ডেকে পাঠাতে বাধ্য হয়েছি। আজকে তাঁরা এসেছিলেন। কাল আমাকে গিয়ে থানাতে ঠিকভাবে অভিযোগ জমা করতে বলা হয়েছে। আমি সেটাই করব। গত চার-পাঁচ বছর ধরে আমি এমনভাবে নিজের বাড়িতে হেনস্থার শিকার হচ্ছি যে, আমার কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছে। বাড়ি সাংঘাতিকভাবে অগোছালো হয়ে পড়ে রয়েছে। আমাকে সব কাজ নিজে করতে হয়। বাড়িতে যাঁরা কাজ করতে এসেছেন, এমনভাবে জিনিস চুরি করেছেন, যে আমি আতঙ্কে আছি। আমার দরজার বাইরে এসে লোক…”
দরজার বাইরে এসে লোকরা ঠিক কীভাবে বিরক্ত করছেন তনুশ্রীকে, সে কথা অবশ্য় ভিডিয়োতে খোলসা করেননি নায়িকা। তিনি ভিডিয়োতে খোলসা করার মতো অবস্থাতেও ছিলেন না। ভয়ঙ্কর কান্নায় তনুশ্রী একেবারে ভেঙে পড়েছিলেন। এই ভিডিয়োতেই তনুশ্রী বলছেন, ”কেউ আমাকে সাহায্য করুন।” কী ধরনের সাহায্য তনুশ্রী চাইছেন, এখন সেটা নিয়ে বিস্তর আলোচনা চলছে বলিউডে।
এক সময়ে বলিউডের প্রথম সারির তারকাদের সঙ্গেই কাজ করছিলেন তনুশ্রী। মিটু মুভমেন্টের সময়ে তিনি মুখ খুলেছিলেন যৌন হেনস্থার শিকার হয়েছেন, সেই প্রসঙ্গে। নানা পাটেকরের বিরুদ্ধে তাঁর অভিযোগে তোলপাড় হয় বলিউড। তবে কিছু প্রমাণ করতে না পারার কারণে নানা কোনও শাস্তি পাননি। এবার নতুন কোন সমস্যায় পড়লেন তনুশ্রী, সেটাই দেখার অপেক্ষা।
